সংবাদসংস্থা মুম্বই: বর্তমানে অ্যাকশন থ্রিলার ছবির দুনিয়া আধিপত্য বিস্তার করেছে দর্শক মহলে। এই ঘরানার ছবির তালিকায় জায়গা করে নিতে আসছে 'আলিয়া বসু গায়েব হ্যায়'। ছবিতে অভিনয় করছেন রাইমা সেন, বিনয় পাঠক, সেলিম দিওয়ান। পরিচালনায় প্রীতি সিং। ইতি মধ্যেই শেষ হয়েছে এই ভরপুর থ্রিলারে মোড়া ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী রাইমা সেন। 


রাইমার কথায়, "খুবই দারুন চরিত্রটি। টানটান উত্তেজনা উপভোগ করতে পারবেন দর্শক।"

ছবি নিয়ে প্রযোজক ডঃ সাত্তার দিওয়ান বলেন, "একজন প্রযোজক হিসেবে আমার লক্ষ্য দর্শককে বিনোদন দেওয়ার। এই ছবির মাধ্যমে দর্শক থ্রিলারের আসল স্বাদ উপভোগ করবেন। আমরা এই ছবির মাধ্যমে আবারও রাইমা সেনের সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত।"

ছবির পরিচালক প্রীতি সিং-এর কথায়, "একজন পরিচালক হিসেবে এই ধরনের গল্পের উপরে কাজ করার স্বপ্ন ছিল। অবশেষে তা পূরণ হয়েছে। ছবিতে অভিনেতা থেকে শুরু করে সকল কলাকুশলীদের ধন্যবাদ জানাই সুষ্ঠূভাবে কাজটি তুলে ধরার জন্য। বছরের সবচেয়ে বড় থ্রিলার ছবি হয়ে আসছে এটি। আমরা যতটা উৎসাহ নিয়ে কাজটি করেছি, আশা করব সেই উৎসাহ দর্শকের মধ্যেও বজায় থাকবে।"

আগামী ৯ আগস্ট মুক্তি পেতে চলেছে 'আলিয়া বসু গায়েব হ্যায়'।