টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---

রাহার ভাই আসছে?
এমনই আভাস দিয়েছেন করিনা কাপুর খান। আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে করণ জোহরের সঙ্গে কফি খেতে এসেছিলেন তিনি। সেখানেই ফাঁস হয়েছে, করিনা নাকি রণবীর কাপুর-আলিয়াকে পরামর্শ দিয়েছেন, অবশ্যই যেন তাঁরা দ্বিতীয় সন্তানের কথা ভাবেন! ননদের কথা কি রাখবেন আলিয়া? সেটাই দেখার।

প্রকাশ্যে ‘পাপা মেরি জান’
প্রকাশ্যে "অ্যানিমেল" ছবির গান ‘পাপা মেরি জান’। গানের দৃশ্যে রণবীর কাপুর-অনিল কাপুরের রয়াসন প্রশংসিত। বাবা-ছেলের সম্পর্ক এই গানের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে।

বিয়ের পিঁড়িতে তমন্না?
তমন্না ভাটিয়ার নকি বিয়ের বয়স নাকি পেরিয়ে যাচ্ছে? এমনই বক্তব্য তাঁর বাড়ির লোকের। সেই জন্যই নাকি বিয়ের চাপ দিচ্ছেন তাঁরা। এবং বাড়ির লোকের কথা মেনে খুব শিগগিরিই নাকি বিজয় বর্মার সঙ্গে সাতপাক ঘুরতে চলেছেন তিনি। ৩৩-এর নায়িকা নাকি নতুন কোনও কাজ নিচ্ছেন না। এদিকে মণীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে দু’জনের গাঢ় রসায়ন চোখে পড়েছে। শুভ সংবাদ যে খুব তাড়াতাড়িই আসবে, এমনটাই আশা করছে বলিউড।

সোনমের আতিথেয়তায় বেকহ্যাম
ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মুম্বইয়ে সোনম কাপুর-আনন্দ আহুজার আতিথ্য গ্রহণ করতে চলেছেন। প্রাক্তন ফুটবলার ইউনিসেফ (ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড)-এর রাষ্ট্রদূত হিসাবে তিনি শহরে আসছেন। তারকা দম্পতির বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রক্ষাও করবেন।

ঘর বদলাচ্ছেন কপিল
পরিবারের সদস্যরা একই থাকছেন। কেবল ঘর বদলাচ্ছেন কপিল শর্মা। খবর, সব ঠিক থাকলে তাঁর জনপ্রিয় শো ‘কপিল শর্মা কমেডি’ আগামীতে দেখা যাবে নেটফ্লিক্সে। নতুন প্রচারে অর্চনাপূরণ সিং, কৃষ্ণা অভিষেক, কিকু শর্মা, রাজীব ঠাকুর-সহ অন্যান্যদের দেখআ গিয়েছে। সেখানেই কপিলের ইঙ্গিত, ঘর পবদলাচ্ছেন তিনি, পরিবার নয়।

ননদ-ভাজের পরে দুই বোন?
করণ জোহরের শো তারায় তারায় খচিত। অনন্যা পাণ্ডে-সারা আলি খান, করিনা কাপুর-আলিয়া ভাটের পর নাকি সিজন ৮-এর পরবর্তী অতিথি কাজল-রানি মুখোপাধ্যায়। পর্দায় তাঁরা ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছাড়া জুটি বাঁধেননি। তবে বাড়ির দুর্গাপুজোয় দুই বোন একসঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন প্রতি বছর। সেই রসয়ানই নাকি ধরতে চলেছেন প্রযোজক-পরিচালক।