দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা মাস। ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার বড় বড় ক্লাবগুলি। রথযাত্রার দিনে নিয়ম মেনে দুর্গাপুজার সূচনায় খুঁটিপুজো সম্পন্ন করেছে বহু ক্লাব। তবে এবার উল্টোরথে খুঁটিপুজো সেরে দুর্গাপুজোর সূচনা করল ত্রিধারা সম্মিলনী। দক্ষিণ কলকাতার অন্যতম এই পুজোয় প্রতিবছরই ভিড় জমায় মানুষ। এই বছরও ত্রিধারার ভাবনা জনসাধারণকে আকর্ষণ করবে বলেই আশাবাদী পুজোর মূল উদ্যোক্তা দেবাশীষ কুমার। মাতৃ আহ্বান করে খুঁটিপুজোর আচার পালন করেন বিধায়ক দেবাশীষ কুমার। তীর্থঙ্কর দাসের রিপোর্ট আজকাল ডট ইন।
