নিজস্ব সংবাদদাতা: টলিউডে এখন শুধুই খেলা, খেলতে ব্যস্ত রয়েছেন বড়পর্দা থেকে ছোটপর্দার একাধিক তারকারা। বাদ গেলেন না দেব-শুভশ্রীও। মাসের দ্বিতীয় রবিবার মানেই শুটিং বন্ধ। সেইদিনই মাঠে দেখা গেল টলিপাড়ার একাধিক তারকাকে।

অভিনেতা যীশু সেনগুপ্ত সহ টলিউডের কয়েকজন অভিনেতা মিলে শুরু করছেন ক্রিকেট একাডেমি। যেখানে যুক্ত রয়েছেন একাধিক তারকারা। এদিন দেব,রুক্মিনীর পাশাপাশি রাজ,শুভশ্রীকেও দেখা গেল রবিবার দিন খেলায় ব্যস্ত থাকতে। নিজের টিমকে নিয়ে ক্রিকেট খেলার ছবি এবং ভিডিও মাঝেমধ্যে অনুরাগীদের সঙ্গে ভাগ করেন সাংসদ অভিনেতা দেব। এমনকী সেই খেলায় রুক্মিণীকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। 

এই প্রথমবার সোশ্যাল মিডিয়ায় খেলার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন শুভশ্রী, যেখানে দেখা যাচ্ছে রাজ-শুভশ্রী সহ আরও অনেকে ব্যাডমিন্টন খেলার ব্যস্ত। দুই সন্তানকে সামলানোর পাশাপাশি নতুন ছবির শুটিং, প্রমোশন সবকিছুর মধ্যেও নিজেদের একে অপরের সঙ্গে এইভাবে কিছুটা সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী।
প্রসঙ্গত, প্রায় প্রত্যেক রবিবারই বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতা হয় টলিপাড়ায়। যেখানে অংশ নেন ছোটপর্দা থেকে বড়পর্দার টলি তারকাদের পাশাপাশি খেলোয়াড়েরাও। এই খেলার মাধ্যমে যেন আরও কাছাকাছি আসছে টলিউড ইন্ডাস্ট্রি। এবার সেই ঝলক নজরে পড়ল দেব, শুভশ্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে।