সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

রবি শঙ্করের গল্প বলবেন সিদ্ধার্থ আনন্দ

'পাঠান'-এর সাফল্যের পর পরিচালক সিদ্ধার্থ আনন্দ হাঁটতে চলেছেন আধ্যাত্মিকতার পথে। মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর তাঁর পরের ছবি আধ্যাত্মিক গুরু রবি শঙ্করকে নিয়ে। গল্পে উঠে আসবে কলম্বিয়ার ৫২ বছরের গৃহযুদ্ধের সময় হিংসার বদলে অহিংসাকেই অবলম্বন করে রবি শঙ্করের যেভাবে সমস্যার সমাধান করেছিলেন সেই কাহিনী। এছাড়াও থাকবে তাঁর জীবনের নানা দিকের উল্লেখ। প্রযোজনায় মহাবীর জৈন।

নতুন প্রেমে অনন্যা

অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর যেন আরও বেশি করে লাইম লাইটে থাকেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রেম ভাঙার পর মানসিক অবসাদে ভুগছিলেন অনন্যা, এমন খবরও সামনে এসেছিল। কিন্তু এর মধ্যেই নতুন প্রেমের গুঞ্জন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের বরযাত্রীতে এক ব্যক্তির সঙ্গে দেখা গেল অনন্যাকে। বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে ছিলেন তাঁরা। অনন্যার পাশে ওই ব্যক্তির ছবি, ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

'মির্জাপুর'-এ নজর কাড়লেন বঙ্গ তনয়া

'মির্জাপুর'-এ 'জরিনা'র চরিত্রে নজর কাড়লেন বঙ্গ তনয়া অনংশা বিশ্বাস। মুম্বই থিয়েটার জগতেও যথেষ্ট পরিচিত মুখ তিনি। এর আগে সুধীর মিশ্র পরিচালিত 'খোয়া খোয়া চাঁদ' ছবিতে অভিনয় করেছিলেন অনংশা। এর পর অমিতাভ বচ্চন, কিচ্চা সুদীপ, রীতেশ দেশমুখ অভিনীত 'রণ' সিনেমায় দেখা যায় অভিনেত্রীকে। 'কলা' সিনেমায় তাঁকে 'মারিয়ম'-এর চরিত্রে দেখেছেন দর্শক।