নিজস্ব সংবাদদাতা: টলিউড থেকে বলিউড, সিরিজ থেকে সিনেমায় তাঁর অবাধ বিচরণ। তিনি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। খলনায়কের চরিত্র হোক বা চরিত্রে ধূসরের ছাপ, দিব্যেন্দুর অভিনয় মানেই তা দর্শকমনে জায়গা করে নেবে।

সম্প্রতি অভিনেতার এক অন্য দিক উঠে এল। ফুটবলে মেয়ের সাফল্যে স্মৃতিচারণ করলেন নিজের খেলার দিনগুলোকে। অভিনেতার মেয়ে, নোরা 'সুব্রত কাপ'-এ রৌপ্য পদক জিতেছে। মেয়ের কৃতিত্বে সোশ্যাল মিডিয়ায় দিব্যেন্দুর কলমে ধরা পড়ল আবেগঘন লেখা।

অভিনেতার কথায়, "নোরার কৃতিত্ব যেন আমার স্বপ্নগুলোকে পুনরুজ্জীবিত করছে। কলকাতায় মিডফিল্ডার হিসেবে আমার খেলার দিনগুলো মনে পড়ে যায় ওকে মাঠে খেলতে দেখে। আশির দশকের শেষ এবং নব্বই দশকের শুরুর সময়ে ফুটবল ছিল আমার প্রাণ। হঠাৎ চোটের কারণে খেলা বন্ধ করতে হয়। কিন্তু আমরা মেয়ের হাত ধরে আমার স্বপ্ন পূর্ণ হচ্ছে। এই মুহূর্তটা খুবই গর্বের।"

প্রসঙ্গত, আগামীতে তাঁকে পরিচালক বাপ্পার হিন্দি ছবি 'গিরগিট'-এ দেখা যাবে। ছবিতে থাকছেন ঈপ্সিতা চক্রবর্তী সিংহ, জয় সেনগুপ্ত, পায়েল মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও ডোনা মুন্সী।