'বিগ বস'-এর ঘর থেকে বেরোনোর পর জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও, ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে তিনি তাঁর সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তাঁর এই অকপট স্বীকারোক্তি বিনোদন জগতে শরীরের গঠন নিয়ে চলা মানসিকতা এবং সাইবার বুলিংয়ের অন্ধকার দিকটি ফের সামনে নিয়ে এসেছে।

 


প্রিয়াঙ্কা জানান, 'বিগ বস ১৬'-র পর যখন তিনি সাধারণ জীবনে ফেরেন, তখন অগণিত ভক্তের ভালবাসার পাশাপাশি এক শ্রেণির মানুষের চরম কটাক্ষের শিকার হন তিনি। বিদ্রুপের মূল বিষয় ছিল তাঁর শারীরিক গঠন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে 'অতিরিক্ত রোগা' বলে আক্রমণ করতে শুরু করেন। নেটিজেনদের একাংশ তাঁকে পরামর্শ দিতে থাকেন যে, গ্ল্যামার জগতে টিকে থাকতে হলে তাঁকে ওজন বাড়াতেই হবে। এমনকী অনেকে সরাসরি তাঁকে প্লাস্টিক সার্জারি বা ফিলার্স ব্যবহারেরও উপদেশ দেন।

 

অভিনেত্রী স্মৃতিচারণ করে বলেন, সেই সময়টা তাঁর মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত কঠিন ছিল। তিনি যখনই নিজের কোনও ছবি বা ভিডিও পোস্ট করতেন, কমেন্ট সেকশন ভরে উঠত নেতিবাচক মন্তব্যে। মানুষ ভুলে গিয়েছিল যে পর্দায় যাঁকে দেখা যাচ্ছে, তিনিও একজন রক্ত-মাংসের মানুষ। প্রিয়াঙ্কা বলেন, "মানুষ আমাকে বলত যে আমাকে দেখতে অসুস্থ লাগছে। তাঁরা আমার শরীরের গঠন নিয়ে ট্রোল করতে শুরু করেন। অথচ আমি সবসময়ই স্বাস্থ্যকর জীবনযাপনে বিশ্বাসী।"

 


তবে দমে যাওয়ার পাত্রী নন প্রিয়াঙ্কা। তিনি জানান, শুরুর দিকে এই মন্তব্যগুলো তাঁকে বিচলিত করলেও, ধীরে ধীরে তিনি নিজেকে সামলে নিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে বাইরের মানুষের মন্তব্যে নিজের আত্মবিশ্বাস হারানো উচিত নয়। তাঁর কথায়, "প্রত্যেক মানুষের শরীরের গঠন আলাদা। কেউ রোগা মানেই সে অসুস্থ নয়। আমি যেমন, আমি নিজেকে সেভাবেই ভালবাসতে শিখেছি।"

 

এই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তরুণ প্রজন্মের উদ্দেশ্যেও বিশেষ বার্তা দিয়েছেন। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়ার এই 'পারফেক্ট বডি'র ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। তাঁর মতে, কৃত্রিম উপায়ে শরীর পরিবর্তন করার চেয়ে সুস্থ থাকা অনেক বেশি জরুরি। বর্তমানে তিনি নিজের কাজে মন দিয়েছেন এবং নেতিবাচক মানসিকতার মানুষদের এড়িয়ে চলছেন। প্রিয়াঙ্কার এই লড়াই অনেককেই অনুপ্রাণিত করছে, কারণ তিনি প্রমাণ করেছেন যে মানসিক দৃঢ়তা থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। নিজের শর্তে বাঁচাই যে আসল সৌন্দর্য, এই সত্যিটিই তিনি তাঁর অনুরাগীদের মনে করিয়ে দিয়েছেন।

 

 

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে কালার্স-এর জনপ্রিয় ধারাবাহিক 'নাগিন'-এর সপ্তম সিজনে‌ দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে ইতিমধ্যেই তাঁর উপস্থিতি দর্শকের চর্চায়।