আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা উপনির্বাচনে জয়জয়কার তৃণমূলের। দলের ভরসার মান রাখলেন রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভায় ৪৯ হাজার ৫৩৬ ভোটে জিতলেন তিনি। পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষ। লোকসভা ভোটে বিজেপি কার্তিক পালের কাছে হারতে হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। তারপরেও কৃষ্ণ কল্যাণীর ওপর ভরসা রেখেছিল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে তাঁকেই প্রার্থী করা হয়েছিল রায়গঞ্জ থেকে। এদিন জয়ের পর কৃষ্ণ কল্যাণী বলেন, ‘এই জয় আমাদের নেত্রীর জয়, মমতা ব্যানার্জির জয়।
সরকারের ৭৪টা প্রকল্পের সুবিধা পেয়েছেন মানুষ। তারই ফল এই বিপুল মার্জিনে জয়। প্রায় ৫০ হাজার ভোটে মানুষ আমাকে জিতিয়েছেন। আমি একই রকম ভাবে কাজ করে যাব। এটা জনাদেশ। ভোটের ফলই বলে দিয়েছে মানুষ বিজেপিকে চায় না’। লোকসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে হেরেছিলেন কৃষ্ণ কল্যাণী। তার এক মাসের মধ্যেই দুর্দান্ত কামব্যাক তৃণমূল প্রার্থীর। লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ শহরের ভোটে লিড পেয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু সাতটি বিধানসভার মধ্যে অন্যান্যগুলিতে এগিয়ে গিয়েছিলেন কার্তিক পাল। ফলে, হারতে হয়েছিল তৃণমূল প্রার্থীকে। উপনির্বাচনে টিকিট পাওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী। তার ফলই মিলল হাতেনাতে। এদিন সকাল থেকে গণনা যত এগোয় ফল তত স্পষ্ট হতে থাকে তৃণমূলের পক্ষেই। বিজয় মিছিলে বেরিয়ে পড়েন কর্মী সমর্থকরা। অফিশিয়ালি ঘোষণা হতেই সবুজ আবির মেখে জয়োল্লাস করতে দেখা যায় তাঁকে।
সরকারের ৭৪টা প্রকল্পের সুবিধা পেয়েছেন মানুষ। তারই ফল এই বিপুল মার্জিনে জয়। প্রায় ৫০ হাজার ভোটে মানুষ আমাকে জিতিয়েছেন। আমি একই রকম ভাবে কাজ করে যাব। এটা জনাদেশ। ভোটের ফলই বলে দিয়েছে মানুষ বিজেপিকে চায় না’। লোকসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে হেরেছিলেন কৃষ্ণ কল্যাণী। তার এক মাসের মধ্যেই দুর্দান্ত কামব্যাক তৃণমূল প্রার্থীর। লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ শহরের ভোটে লিড পেয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু সাতটি বিধানসভার মধ্যে অন্যান্যগুলিতে এগিয়ে গিয়েছিলেন কার্তিক পাল। ফলে, হারতে হয়েছিল তৃণমূল প্রার্থীকে। উপনির্বাচনে টিকিট পাওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী। তার ফলই মিলল হাতেনাতে। এদিন সকাল থেকে গণনা যত এগোয় ফল তত স্পষ্ট হতে থাকে তৃণমূলের পক্ষেই। বিজয় মিছিলে বেরিয়ে পড়েন কর্মী সমর্থকরা। অফিশিয়ালি ঘোষণা হতেই সবুজ আবির মেখে জয়োল্লাস করতে দেখা যায় তাঁকে।
