সংবাদসংস্থা মুম্বই: মায়ানগরীর আনাচে কানাচে খবর অফুরান। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন বিনোদন এক নজরে-তে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী! 

অম্বানিদের বিয়েতে করণ অর্জুন

মায়ানগরী ব্যস্ত অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড ওয়েডিংয়ে। বিনোদন হোক বা স্পোর্টস, রাজনীতি হোক বা শিল্প, সমস্ত ক্ষেত্রের উজ্জ্বল তারকারা সেই বিয়েতে হাজির হয়েছেন দেশ বিদেশ থেকে। তবে মধ্যমণি হয়ে নজর কেড়ে নিয়েছেন বলিউডের 'করণ অর্জুন'! বস্তুত, অনন্ত রাধিকার বিয়েতে চুটিয়ে মজা করেছেন শাহরুখ খান ও সলমন খান। সলমনের সঙ্গে অনন্তের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। প্রি-ওয়েডিংয়ে একটা দামি ঘড়ি তাঁকে দিয়েছেন 'ভাইজান'। এদিকে বিয়ের দিনে ডান্স ফ্লোরে শাহরুখের সঙ্গে 'করণ অর্জুন' ছবির টাইটেল ট্র্যাকে পা মেলালেন তিনি। তাঁদের ঘিরে আনন্দে মেতে উঠলেন নীতা ও ঈশা অম্বানিও। 

রাধিকার বিয়ের গয়না

বোনের বিয়ের গয়নায় সেজে বিয়ের পিঁড়িতে কেন বসলেন রাধিকা মার্চেন্ট? বিয়ে হতে না হতেই শুরু হয়েছে জল্পনা। গত রাতেই গ্র্যান্ড ওয়েডিং সেরেছেন অনন্ত-রাধিকা। স্পেশ্যাল দিনে আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা একটি রাজকীয় লহেঙ্গা পরেছিলেন তিনি। তবে সাজ সম্পূর্ণ করতে তিনি বেছে নিয়েছিলেন বোন অঞ্জলি মার্চেন্টের দুর্দান্ত একটি জুয়েলারি কালেকশন। গলা জোড়া কুন্দনের চোকার, হিরে আর পান্না বসানো পাঁচ লহরীর হার।

বিয়ের শুরু কাশী বিশ্বনাথের প্রার্থনায়

অনন্ত-রাধিকার বিয়ের শুরুতেই রাজকীয় সাজে মণ্ডপে হাজির হলেন রিলায়েন্স ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন নীতা অম্বানি। উপস্থিত অতিথিদের সঙ্গে ভাগ করে নিলেন ভারতের হেরিটেজ সংস্কৃতি। সকলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর কাশী বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতা। অনন্ত-রাধিকার জন্যেই তিনি পুজো দিতে গিয়েছিলেন বারাণসীর প্রাচীন এই শিব মন্দিরে। বিশ্বনাথের আশীর্বাদে তাঁদের দাম্পত্য সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক এটাই ছিল তাঁর প্রার্থনা। 

অম্বানিদের বিয়েতে 'সংস্কারি' শাহরুখ

দক্ষিণের 'থালাইভা' রজনীকান্ত থেকে শুরু করে বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন, সকলেই হাজির ছিলেন অনন্ত-রাধিকার গ্র্যান্ড ওয়েডিংয়ে। তাঁদের দেখেই পা ছুঁয়ে প্রণাম করলেন বলিউডের 'পাঠান' শাহরুখ খান। 'কভি খুশি কভি গম' ছবির মুহূর্ত নতুন করে তৈরি করলেন জয়া বচ্চনের সঙ্গে উষ্ণ আলিঙ্গনে। সৌজন্য বিনিময় করলেন 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকরের সঙ্গেও। কিং খানকে দেখে বলিউড বলছে, বড়দের থেকে আশীর্বাদ ও অভিজ্ঞতা গ্রহণ করা এই দেশের সংস্কার। সেই সংস্কারেই সমৃদ্ধ শাহরুখ।