আজকাল ওয়েবডেস্ক: তাঁর বিরুদ্ধে উঠেছিল দুর্ব্যবহারের অভিযোগ। মুখ খুললেন শাহিন আফ্রিদি। বলা হয়েছিল, ইংল্যান্ড সিরিজ ও টি২০ বিশ্বকাপের সময় প্রধান কোচ গ্যারি কার্স্টেন ও সাপোর্ট স্টাফদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেছিলেন। যদিও এই বিষয়ে পাক ক্রিকেট বোর্ড একটি শব্দও খরচ করেনি। জানা গিয়েছিল দলের ম্যানেজাররা গোটা বিষয়টি জানলেও কেউ কোনও পদক্ষেপ নেননি। এবার সেই বিতর্কিত বিষয়ে মুখ খুললেন আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট করেছেন শাহিন। সে ভিডিওয় দেখা যাচ্ছে, নেটে বোলিং করছেন আফ্রিদি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘উপরে উঠছি।’ এর বাইরে আর একটিও শব্দ খরচ করেননি আফ্রিদি।
এটা ঘটনা আফ্রিদির এই দুর্ব্যবহার নিয়ে বিভিন্ন পাক সংবাদমাধ্যমও ছিল সোচ্চার। বলা হয়েছিল, সব জেনেশুনেও চুপ ছিলেন দলের ম্যানেজার। যেখানে দলীয় শৃঙ্খলার বিষয়টি দেখার কথা ম্যানেজারের। তবে এটা ঘটনা পিসিবি কিছু না বললেও ওই দুই সফরের ম্যানেজার ওয়াহাব রিয়াজ ও রানা মনসুরকে সরিয়ে দেয় পিসিবি। সূত্রের খবর, বেশ কিছু ক্রিকেটারকে সফরে বাড়তি সুবিধা দিতেন তাঁরা। আর এতকিছুর পর আচমকা আফ্রিদির এই পোস্ট। যা বেশ ভাইরাল হয়ে গেল।
এদিকে, নির্বাচক পদ থেকে পিসিবি সরিয়ে দিয়েছে আবদুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে।
এটা ঘটনা আফ্রিদির এই দুর্ব্যবহার নিয়ে বিভিন্ন পাক সংবাদমাধ্যমও ছিল সোচ্চার। বলা হয়েছিল, সব জেনেশুনেও চুপ ছিলেন দলের ম্যানেজার। যেখানে দলীয় শৃঙ্খলার বিষয়টি দেখার কথা ম্যানেজারের। তবে এটা ঘটনা পিসিবি কিছু না বললেও ওই দুই সফরের ম্যানেজার ওয়াহাব রিয়াজ ও রানা মনসুরকে সরিয়ে দেয় পিসিবি। সূত্রের খবর, বেশ কিছু ক্রিকেটারকে সফরে বাড়তি সুবিধা দিতেন তাঁরা। আর এতকিছুর পর আচমকা আফ্রিদির এই পোস্ট। যা বেশ ভাইরাল হয়ে গেল।
এদিকে, নির্বাচক পদ থেকে পিসিবি সরিয়ে দিয়েছে আবদুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে।
