আজকাল ওয়েবডেস্ক:‌ কেকেআরে গম্ভীরের বদলি জাক কালিস?‌ শোনা যাচ্ছে কেকেআরের এই প্রাক্তন ক্রিকেটার দলের মেন্টর হতে পারেন। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তনি।
খেলা ছাড়ার পরেও কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন কালিস। ২০১৫ সালে ছিলেন ব্যাটিং পরামর্শদাতা। তারপর ২০১৯ পর্যন্ত ছিলেন নাইটদের হেড কোচ। তারপর কালিস দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হয়ে যান। 
এখন গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ নিযুক্ত হয়েছেন। শোনা যাচ্ছে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারও টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের অংশ হতে পারেন। এই পরিস্থিতিতে রাহুল দ্রাবিড়ের নাম মেন্টর হিসেবে শোনা গেলেও সূত্রের খবর, কালিসকে পেতে চাইছে কেকেআর ম্যানেজমেন্ট। ওই সূত্রের দাবি, কেকেআর ফ্রাঞ্চাইজি পরবর্তী মেন্টর হিসেবে কালিসকে পেতে চাইছে। 
মেন্টর যেই আসুন, কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান্ত পন্ডিত।