আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজের অধিনায়ক কেএল রাহুল। বোর্ডের এক সূত্র জানান, 'রোহিত শর্মার অবসরের পর টি-২০ ক্রিকেটে ভারতের অধিনায়ক করা হবে হার্দিক পাণ্ডিয়াকে। শ্রীলঙ্কা সফরে হার্দিককে বিশ্রাম দেওয়া হবে না।' টি-২০ বিশ্বকাপে ছয় ইনিংসে ১৪৪ রান করেন রোহিতের ডেপুটি। গড় ৪৮। স্ট্রাইক রেট ১৫১.৫৭। তারমধ্যে রয়েছে একটি অর্ধশতরান। আট ম্যাচে ১১ উইকেট নেন। গড় ১৭.৩৬। ইকোনমি রেট ৭.৬৪। তারমধ্যে সেরা ২০ রানে ৩ উইকেট। আইপিএলে রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক হিসেবে মেনে নিতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা। দেশের প্রত্যেক স্টেডিয়ামে তাঁকে হেনস্থা হতে হয়। পারফরম্যান্স গ্রাফও ছিল পড়তির দিকে। অনলাইনেও ট্রোল করা হয় হার্দিককে। বিশ্বকাপে রাজকীয় প্রত্যাবর্তন করেন। বল হাতে বড় অবদান রাখেন। যাবতীয় সমালোচনার জবাব দেন।
অন্যদিকে শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাকে। রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কের ভূমিকা পালন করবেন রাহুল। বোর্ডের এক কর্তা বলেন, 'রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুল দলকে নেতৃত্বে দেবে। বোর্ডের বিশ্বাস এই ফরম্যাটে ও রান পায়।' গতবছর ৫০ ওভারের বিশ্বকাপে দারুণ খেলা সত্ত্বেও টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন কেএল রাহুল। বিশ্বকাপে ৯ ইনিংসে ৩৮৬ রান করেন। গড় ৭৭.২০। স্ট্রাইক রেট ৯৮.৭২। পাঁচ নম্বরে নেমে একাধিকবার গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে ম্যাচ জেতানো ইনিংস খেলেন রাহুল। দলকে ভরাডুবির হাত থেকে বাঁচান। কোহলির সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন। ৯৭ রানে অপরাজিত থেকে চেন্নাইয়ে ভারতকে জেতান। শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় দলের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি ঘোষণার পরের দিনই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের আংশিক চিত্র সামনে এল।
অন্যদিকে শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাকে। রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কের ভূমিকা পালন করবেন রাহুল। বোর্ডের এক কর্তা বলেন, 'রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুল দলকে নেতৃত্বে দেবে। বোর্ডের বিশ্বাস এই ফরম্যাটে ও রান পায়।' গতবছর ৫০ ওভারের বিশ্বকাপে দারুণ খেলা সত্ত্বেও টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন কেএল রাহুল। বিশ্বকাপে ৯ ইনিংসে ৩৮৬ রান করেন। গড় ৭৭.২০। স্ট্রাইক রেট ৯৮.৭২। পাঁচ নম্বরে নেমে একাধিকবার গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে ম্যাচ জেতানো ইনিংস খেলেন রাহুল। দলকে ভরাডুবির হাত থেকে বাঁচান। কোহলির সঙ্গে ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন। ৯৭ রানে অপরাজিত থেকে চেন্নাইয়ে ভারতকে জেতান। শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় দলের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি ঘোষণার পরের দিনই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের আংশিক চিত্র সামনে এল।
