আজকাল ওয়েবডেস্ক : ইন্ডিয়া জোটে ক্রমেই ফাটল চওড়া হচ্ছে। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মনে করেন, বিগত কংগ্রেস শাসিত সরকার কখনই জাতি গণনার বিষয়টি নিয়ে কথা বলেনি। কয়েক মাস পরেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। তার আগে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক সমাজবাদী পার্টি ধীরে ধীরে জোট থেকে এই দূরত্ব বৃদ্ধি কিছুটা হলেও অন্য শরিকদের মধ্যে চিন্তার ভাঁজ ফেলছে। জাতি গণনা নিয়ে কংগ্রেসের এই মিরাকলকে মোটেই সমর্থন করছেন না অখিলেশ যাদব। দেশবাসীর মধ্যে জাতি গণনা নিয়ে অহেতুক ভুল বার্তা যাবে। যদি জাতি গণনা নিয়ে কংগ্রেস এতটাই চিন্তা করত তাহলে দেশভাগের সময় তা করা হল না কেন ? একটা সময় ছিল যখন মুলায়ম সিং যাদব, শরদ যাদব, লালু প্রসাদ যাদব এবং অন্য দলের পক্ষ থেকে জাতি গণনার বিষয়টিকে লোকসভায় তোলা হয়েছিল। কিন্তু কংগ্রেস তখন তা নিষেধ করে দেয়। এখন তারা এই বিষয়টিতে জোর দিচ্ছে কেন ? কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সঙ্গে পুরোনো ভোটাররা নেই। কিন্তু দলিত, আদিবাসীরা খুব ভালো করেই জানে স্বাধীনতার পর থেকে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, জানালেন অখিলেশ। বিষয়টি নিয়ে রাহুল গান্ধী কোনও মন্তব্য করেননি। কিন্তু ইন্ডিয়া জোটের অন্যতম শক্তি সমাজবাদী পার্টির প্রধানের এহেন আচরণ মোটেই শুভ নয় বলেই মনে করছে রাজনৈতিকমহল।
