নিজস্ব সংবাদদাতা: এপার বাংলা ছাড়িয়ে ওপার বাংলায় বহুদিন আগেই পা দিয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। বাংলাদেশের সিনেমায় এর আগে দর্শক দেখেছেন অভিনেত্রীকে। সম্প্রতি, বাংলাদেশের নাটকে প্রথমবার অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে।
বাংলাদেশের নাটকে অভিনয়ের পর এবার কলকাতায় নাটকের মঞ্চে? তেমনই ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী। আজকাল ডট ইন-কে দর্শনা জানালেন, বাংলাদেশের নাটকে অভিনয়ের পর কলকাতার মঞ্চে অভিনয়ের ইচ্ছাটা বেড়ে গিয়েছে। ছোটবেলায় অনেক থিয়েটার করেছেন দর্শনা, তবে তারপর আর সুযোগ হয়ে ওঠেনি। অভিনেত্রীর কথায়, "খরাজদা (খরাজ মুখোপাধ্যায়কে) আমায় অনেকবার বলেছেন মঞ্চে অভিনয়ের কথা। চেষ্টা করব এবার নতুন কিছু নিয়ে এগোনোর।"
প্রসঙ্গত, রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ইতিবৃত্ত’ নাটকে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধেছিলেন দর্শনা। এক তরুণের জীবনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়েছে এই নাটকের গল্পে। প্রেম তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে নাকি জীবন তাঁকে অন্য মোড়ের সম্মুখীন করে তোলে? এই প্রশ্নের উত্তর মিলেছে এস বি ই-এর ইউটিউব চ্যানেলে মুক্তি প্রাপ্ত 'ইতিবৃত্ত'-এ।
বাংলাদেশের নাটকে অভিনয়ের পর এবার কলকাতায় নাটকের মঞ্চে? তেমনই ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী। আজকাল ডট ইন-কে দর্শনা জানালেন, বাংলাদেশের নাটকে অভিনয়ের পর কলকাতার মঞ্চে অভিনয়ের ইচ্ছাটা বেড়ে গিয়েছে। ছোটবেলায় অনেক থিয়েটার করেছেন দর্শনা, তবে তারপর আর সুযোগ হয়ে ওঠেনি। অভিনেত্রীর কথায়, "খরাজদা (খরাজ মুখোপাধ্যায়কে) আমায় অনেকবার বলেছেন মঞ্চে অভিনয়ের কথা। চেষ্টা করব এবার নতুন কিছু নিয়ে এগোনোর।"
প্রসঙ্গত, রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ইতিবৃত্ত’ নাটকে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধেছিলেন দর্শনা। এক তরুণের জীবনে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়েছে এই নাটকের গল্পে। প্রেম তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে নাকি জীবন তাঁকে অন্য মোড়ের সম্মুখীন করে তোলে? এই প্রশ্নের উত্তর মিলেছে এস বি ই-এর ইউটিউব চ্যানেলে মুক্তি প্রাপ্ত 'ইতিবৃত্ত'-এ।
