একদিকে স্টার জলসা যখন 'শুধু তোমারই জন্য' ঘোষণা করল, ঠিক তার পরের দিনই জি বাংলার তরফে ঘোষণা করা হল তাদের নতুন ধারাবাহিক। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের একদম শেষ দিকে নায়ক হিসেবে এন্ট্রি নিয়েছিলেন রাহুল মজুমদার। কিন্তু তাঁর আগমনের মাত্র ক'দিনেই সেই ধারাবাহিক শেষ হওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন। কিন্তু সেসব অতীত। তিনি নতুন গল্প নিয়ে ছোটপর্দায় ফিরছেন। 'সাত পাকে বাঁধা' পড়বেন। কিন্তু কার সঙ্গে? 

জি বাংলার নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। নাম 'সাত পাকে বাঁধা'। গল্পে দেখা যাবে শুভ এবং শাওনের কথা। শুভ গরীব পরিবারের ছেলে। দাদা, বৌদি, মা, বাবা সহ অনেককে নিয়ে থাকে। মশার উপদ্রবে ছাদে ঘুমাচ্ছিল সে। তাদের ঘর ছোট ছোট। আর সেই বাড়ির সামনেই এক মস্ত রাজপ্রাসাদ। সেখানে বিলাস, বৈভবের কোনও কমতি নেই। এই বাড়ির মেয়ে শাওন। খেতে বসে সে বিষম খাওয়ায় তার বাবা খাওয়া থামিয়ে উঠে যায়। পোষ্যকে মেয়ের থেকে বেশি ভালবাসে। তবে কি সৎ মেয়ে নাকি রয়েছে অন্য কোনও গল্প? সেটা ধারাবাহিক শুরু হলেই বোঝা যাবে। তবে এটুকু স্পষ্ট শাওন বড়লোক হলেও, বিলাসবহুল জীবন কাটালেও সেখানে ভালবাসা নেই। সে অনাদরে থাকে। অন্যদিকে শুভ সামান্য বিষম খেলে বাড়ির সবাই ছুটে আসে। তারা গরীব হলেও ভালবাসার কমতি নেই। এমন অবস্থায় দুজনের মন কী করে এক সুতোয় বাঁধা পড়বে, কাছাকাছি আসবে বা 'সাত পাকে বাঁধা' পড়ে সেটাই দেখার। 

শুভর চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে। শাওনের চরিত্রে অভিনয় করবেন নবাগতা সম্পূর্ণা রক্ষিত। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দেবদূত ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ। তবে কবে থেকে এই ধারাবাহিক শুরু হবে সেটা এখনও জানানো হয়নি। ফলে কার কপাল পুড়ল এখনই স্পষ্ট নয়। সদ্যই। এই চ্যানেলে 'জগদ্ধাত্রী' এবং 'ফুলকি' শেষ হয়েছে। সেখানে এসেছে 'বেশ করেছি প্রেম করেছি' এবং 'তারে ধরি ধরি মনে করি'। 'সাত পাকে বাঁধা' কোন স্লট পায় সেটাই এখন দেখার। 

প্রসঙ্গত, জি বাংলায় আগেও 'সাত পাকে বাঁধা' নামক একটি ধারাবাহিক হতো। সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়। তবে দর্শকরা এদিন এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে জানিয়েছেন তাঁরা মুখিয়ে রয়েছেন এই ধারাবাহিকের জন্য। কেউ আবার লিখেছেন, 'ফের গরীব ছেলে, বড়লোক মেয়ের গল্প।' আরেক ব্যক্তি রণজয়-শ্বেতার জুটি ফেরানোর দাবি জানিয়েছেন।