আজকাল ওয়েবডেস্ক : মধ্য প্রদেশের কংগ্রেস নেতা কমল নাথকে তারই ঘর ছিন্দওয়াড়াতে কড়া টক্কর দিতে তৈরি বিজেপি। ৭৬ বছরের কমল নাথ নিজেকে হনুমানের ভক্ত বলে ঘোষণা করেছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী বিবেক বান্টি সাহু নিজেকে শিবের ভক্ত বলে পাল্টা দাবি করেছেন। ১৭ নভেম্বর মধ্য প্রদেশে বিধানসভা ভোট। তার আগে চলছে জোর তরজা। গেরুয়া শিবির এবার কোমর বেঁধে আসরে নেমেছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে কমল নাথের মত জনপ্রতিনিধি রাজ্যের উন্নতি করতে পারে না। বিগত কয়েকদিন আগে কমল নাথের বিতর্কিত উক্তি নিয়ে বিজেপি তাকে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির দাবি, যারা ক্ষমতায় নেই তাদের যদি এতটা আগ্রাসী মনোভাব থাকতে পারে তবে ক্ষমতায় আসার পর তারা প্রশাসনকে নিজেদের হাতের পুতুলে পরিনত করবে। বিগত নির্বাচনে নিজের ঘর ছিন্দওয়াড়াতে জয়ী হওয়ার পর থেকে তাকে আর নিজের কেন্দ্রে দেখা যায়নি বলেই দাবি বিজেপি প্রার্থী বিবেকের। যদিও বিজেপির অভিযোগ হেলায় উড়িয়ে দিয়েছে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। এই কেন্দ্রে জয় পেতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই প্রচার থেকে কংগ্রেসকে একহাত নিয়েছেন। তবে এতকিছুর পরও নিজের কেন্দ্র ধরে রাখতে একশো শতাংশ আশাবাদী কমল নাথ।