নিজস্ব সংবাদদাতা: জাতীয় পুরস্কারজয়ী পরিচালক জুটি রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতির পরিচালনায় আসছে 'মনপতঙ্গ'। গ্রাম থেকে পালিয়ে শহরে আসে দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণী। শহরের চাকচিক্য তাদের মুগ্ধ করে তাঁদের। চোখে একরাশ স্বপ্ন নিয়ে রোজ দিনযাপন করে তাঁরা। কিন্তু এই স্বপ্ন কি পূরণ হবে? নাকি সমাজের কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে তা ভেঙে চুরমার হয়ে যাবে? প্রশ্নের উত্তর মিলবে সিনেমার পর্দায়। ছবি নিয়ে এবার বড় ঘোষণা করলেন পরিচালকদ্বয়।
সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা মাইতি লেখেন, "আমাদের ছবি মনপতঙ্গ ছ'মাস ধরে চলা লড়াই জিতেছে। অবশেষে সিবিএফসি সার্টিফিকেট পেয়েছে মনপতঙ্গ। যা এই ছবির মুক্তির জন্য আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এবার সম্পূর্ণ রূপে ছবি মুক্তির জন্য প্রস্তুত। খুব তাড়াতাড়ি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।"
আগেই জানা গিয়েছিল, গল্পের প্রয়োজনেই নগ্ন দৃশ্য রয়েছে ছবিতে। দৃশ্যটি ছবি থেকে বাদ দিতে তিনি কোনওভাবেই রাজি ছিলেন না ছবির প্রযোজনা সংস্থা অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বসু। । প্রয়োজনে 'A' সার্টিফিকেট দিয়েও আনকাট ছবি রিলিজ করতে রাজি ছিলেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্রও ইতিমধ্যেই পেয়েছে 'মনপতঙ্গ'। সূত্রের খবর, পুজোতেই দর্শকের সামনে আসতে পারে এই ছবি।
সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা মাইতি লেখেন, "আমাদের ছবি মনপতঙ্গ ছ'মাস ধরে চলা লড়াই জিতেছে। অবশেষে সিবিএফসি সার্টিফিকেট পেয়েছে মনপতঙ্গ। যা এই ছবির মুক্তির জন্য আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এবার সম্পূর্ণ রূপে ছবি মুক্তির জন্য প্রস্তুত। খুব তাড়াতাড়ি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।"
আগেই জানা গিয়েছিল, গল্পের প্রয়োজনেই নগ্ন দৃশ্য রয়েছে ছবিতে। দৃশ্যটি ছবি থেকে বাদ দিতে তিনি কোনওভাবেই রাজি ছিলেন না ছবির প্রযোজনা সংস্থা অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বসু। । প্রয়োজনে 'A' সার্টিফিকেট দিয়েও আনকাট ছবি রিলিজ করতে রাজি ছিলেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্রও ইতিমধ্যেই পেয়েছে 'মনপতঙ্গ'। সূত্রের খবর, পুজোতেই দর্শকের সামনে আসতে পারে এই ছবি।
