আজকাল ওয়েবডেস্ক: ভেনজুয়েলাকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠল কানাডা। বুধবার কানাডার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার টাইব্রেকারে ৪–৩ জিতল কানাডা। এদিন নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১। টাইব্রেকারে নায়ক কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপেউ। তিনি ভেনেজুয়েলার দু’টি পেনাল্টি বাঁচিয়ে দেন।
এদিন ১২ মিনিটে এগিয়ে গিয়েছিল কানাডা। গোল করেন জেকব শাফেলবার্গ। ৬৩ মিনিটে সেই গোল শোধ করে ভেনেজুয়েলা। সলমন রন্ডন দূরপাল্লার শটে সমতা ফেরান। শেষে টাইব্রেকারে বাজিমাত কানাডার।
এদিকে, রবিবার ভোর রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া এবং পানামা। রবিবার সকালে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে।
এদিন ১২ মিনিটে এগিয়ে গিয়েছিল কানাডা। গোল করেন জেকব শাফেলবার্গ। ৬৩ মিনিটে সেই গোল শোধ করে ভেনেজুয়েলা। সলমন রন্ডন দূরপাল্লার শটে সমতা ফেরান। শেষে টাইব্রেকারে বাজিমাত কানাডার।
এদিকে, রবিবার ভোর রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া এবং পানামা। রবিবার সকালে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে।
