আজকাল ওয়েবডেস্ক: চলতি বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জেরে পদত্যাগ করলেন পাক দলের বোলিং কোচ মরনি মরকেল। গত জুনে ছয় মাসের চুক্তিতে পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন পেসার। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। চলতি বিশ্বকাপে শাহিন আফ্রিদিরা গতির ঝড় তুলতে পারেননি। বিশ্ব মঞ্চে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের বিশ্বসেরা বোলিং লাইনআপ। দুই স্পিনার শাদাব খান ও মহম্মদ নওয়াজও পুরো ব্যর্থ। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বাবর–রিজওয়ানরা। পিসিবি জানিয়েছে, এই সিরিজের আগেই মরকেলের বিকল্প খুঁজে নেবেন তাঁরা।
