আজকাল ওয়েবডেস্ক: তলপেটে চোট ছিল। হচ্ছিল রক্তক্ষরণ। বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে রাজকোটে গিয়ে বিপত্তি। হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচারও করতে হয়। এবার হাসপাতাল থেকেও ছাড়া পেলেন তিলক বর্মা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধ টি–২০ সিরিজের প্রথম তিন ম্যাচে তিনি খেলতে পারবেন না।
জানা গেছে, তিলকের সেরে উঠতে বেশ কিছুদিন লাগবে। বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই খবর জানিয়েছে। যদিও এখনও কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বোর্ড। এদিকে, বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার পৌঁছে গিয়েছেন ভদোদরায়।
প্রসঙ্গত, বুধবার তলপেটে তীব্র ব্যথা অনুভব করায় রাজকোটের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তিলককে। বিভিন্ন স্ক্যান করার পর সেই রিপোর্ট পাঠানো হয় বোর্ডের চিকিৎসকদের। তাঁদের পরামর্শেই বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার হয়। বোর্ডের তরফে জানানো হয়েছে, তিলক এখন স্থিতিশীল। শুক্রবার রাজকোট থেকে হায়দরাবাদে ফিরবেন। সব উপসর্গ মিলিয়ে গেলে তিনি রিহ্যাব শুরু করবেন। ঝুঁকি না নিয়ে প্রথম তিনটি টি–২০ ম্যাচে তাঁকে খেলানো হবে না। এর পর ধীরে ধীরে দক্ষতাবৃদ্ধির অনুশীলন করবেন তিনি। তাতে চিকিৎসকরা সন্তুষ্ট হলে ক্রিকেটে ফেরানো হতে পারে। এর অর্থ তিলকের টি–২০ বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তিনি না পারলে হয়ত স্কোয়াডে ঢুকবেন শুভমান গিল।
এদিকে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে থাকা বাকি ক্রিকেটাররা বৃহস্পতিবারই পৌঁছে গিয়েছেন ভদোদরায়। এই চার ক্রিকেটারই রাজ্য দলের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। সকলের ৭ জানুয়ারি পৌঁছোনোর কথা ছিল। তবে রাজ্য দলের হয়ে খেলার কারণে একটু দেরিতে পৌঁছবেন। শুক্রবার সকালে এই চার ক্রিকেটারের পৌঁছনোর কথা। শুক্রবার বিকেলে অনুশীলন করার কথা রয়েছে বিরাটদের।
এদিকে টি–২০ বিশ্বকাপের ভেন্যু বদলের জন্য ফের আইসিসিকে ইমেল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগেও একবার করা হয়েছিল। নিরাপত্তার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে সেই মেলে।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি–২০ বিশ্বকাপ। সূচি অনুযায়ী ভারতের মাটিতে চারটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তার মধ্যে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে। একটি ম্যাচ মুম্বইয়ে। আইসিসি এখনই এই মেলের কোনও জবাব দেয়নি বলে জানা গেছে।
