আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপের পরেই বুটজোড়া তুলে রাখবেন লিওনেল মেসি। জল্পনা ছড়িয়েছে। এই যখন অবস্থা তখন এলএমটেন নিজেই মুখ খুলেছেন। 


চলতি বছরই হবে বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই। এই প্রথম ৪৮ দেশ অংশ নেবে বিশ্বকাপে। 


এর আগে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে। ক্লাব ফুটবলে তিনি এখন ইন্টার মায়ামির ফুটবলার। গোলও করছেন। যদিও ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মেসি স্পষ্ট করে কিছুই বলেননি। প্রশ্ন উঠলে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, শারীরিক অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। দেশের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার মতো অবস্থা রয়েছে কিনা সেটাও বিবেচনা করতে চান মেসি।


তবে ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা সেটা ঠিক করতে না পারলেও অবসর জীবনে তিনি কী করবেন সেই পরিকল্পনা সেরে ফেলেছেন। যা জানা গিয়েছে, তাতে বুটজোড়া তুলে রাখলেও ফুটবল থেকে দূরে থাকবেন না আর্জেন্টাইন মহাতারকা। এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‌আমি ক্লাবের মালিক হতে চাই। যেখানে নতুন প্লেয়াররা উঠে আসবে।’‌ তবে কোচিংয়ে আসার ইচ্ছা মেসির নেই। 


প্রসঙ্গত, ইতিমধ্যেই সতীর্থ লুইস সুয়ারেজের দেশ উরুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব ডেপোর্টিভো চালান মেসি। 
দেশের হয়ে মেসি শেষ খেলেছেন গত বছরের ৫ সেপ্টেম্বর। দেশের মাটিতে ভেনেজুয়েলার বিরুদ্ধে সেই ম্যাচে ৩–০ জিতেছিল আর্জেন্টিনা। মেসি ওই ম্যাচে জোড়া গোলও করেন। ওই ম্যাচের পর মেসি বলেছিলেন, ‘‌বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারব না।’‌


এরপরেই মেসি ভক্তদের ধারনা যে দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। এবার দেখার ২০২৬ বিশ্বকাপে মেসিকে খেলতে দেখা যায় কিনা। 

এটা ঘটনা, দীর্ঘ সাক্ষাৎকারে মেসি ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন। খেলার মাঠে তিনি সবসময়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ে থাকেন।  এই কড়া মার্কিংয়ে থেকেও প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করে দেন আর্জেন্টাইন মহানায়ক। সেই তিনি নাকি ব্যক্তিগত জীবনে একলা থাকতে পছন্দ করেন। ভিড় বেশি পছন্দই করেন না। বাড়িতে নিজের ছোট ছোট তিন ছেলেকে নিয়ে ব্যস্ত থাকেন। তাই একা থাকা, ভিড়ভাট্টা একদম পছন্দ নয়। 


অর্থাৎ মুখে না বললেও মেসি বুঝিয়ে দিলেন যে কলকাতার যুবভারতীতে যা হয়েছিল তা একেবারেই পছন্দ হয়নি তাঁর।