সংবাদসংস্থা মুম্বই: যশরাজ ফিল্মসের প্রযোজনায় আসছে 'স্পাই ইউনিভার্স'। বড় বাজেটের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী আলিয়া ভাট। গুপ্তচরের চরিত্রে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। আলিয়ার পাশাপাশি অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ। আলিয়ার বোনের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। ছবি সংক্রান্ত নানা খবর এলেও ছবির শিরোনাম সম্পর্কে এতদিন কোনওকিছু চূড়ান্ত করেননি নির্মাতা। এবার এল বড় খবর।

সোশ্যাল মিডিয়ায় যশরাজ ফিল্মসের তরফে প্রকাশ্যে এল শিরোনাম। নতুন এই স্পাই ইউনিভার্সের ছবির নাম 'আলফা'। শিরোনাম ঘোষণার মোশন পোস্টারে শোনা গেল আলিয়া ভাটের একটি ডায়ালগ। তিনি বলছেন, "গ্রীক মাইথোলজির সবচেয়ে পুরোনো শব্দ, আর আমাদের কাজের উদ্দেশ্য, সবার আগে, সব থেকে ক্ষমতাবান, সবার থেকে শক্তিশালী। খেয়াল করে দেখবেন সব শহরে একটা জঙ্গল থাকে। আর এবার সেই জঙ্গলেই রাজ করবে – আলফ। আলিয়ার কন্ঠে যেন আলাদা প্রাণ পেয়েছে এই শব্দগুলো।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স শুরু হয়েছিল সলমান খানের 'এক থা টাইগার'-এর হাত ধরে। পরে 'টাইগার জিন্দা হ্যায়' মুক্তি পায়। পরের দিকে আসে হৃতিক রোশন-টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’। পরে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, সলমন খান, ক্যাটরিনা কাইফ, সকলেই এখন স্পাই ইউনিভার্সের অংশ। এবার 'আলফা' বলবে স্পাই ইউনিভার্সের নারীদের গল্প।