নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় আবারও ওলটপালট। প্রথম স্থানে অবশ্য নিজের জায়গা ধরে রেখেছে জি বাংলার 'নিম ফুলের মধু'। এই সপ্তাহে পর্ণা-সৃজনের প্রাপ্ত নম্বর ৭.৭। দ্বিতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। জমজমাট মহা সপ্তাহের আগেই তাদের প্রাপ্ত নম্বর ৭.৫। আর ৩ নম্বরে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৩। কিছুটা নম্বর বেড়ে চতুর্থ স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। প্রাপ্ত নম্বর ৬.১।

পঞ্চমে রয়েছে স্টার জলসার 'কথা'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০। ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে 'শুভবিবাহ' ও 'অনুরাগের ছোঁয়া'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৬। সপ্তমে ৫.৫ নম্বরে রয়েছে 'গীতা এলএলবি'। ধারাবাহিকের নানা টুইস্ট আর 'গীতা'র অ্যাকশনে মন ভরছে না দর্শকের। তাই মান পড়ে গিয়েছে এই ধারাবাহিকের। অষ্টম স্থানে রয়েছে 'উড়ান'। প্রাপ্ত নম্বর‌ ৫.৩। ৫.২ নম্বর পেয়ে নবমে রয়েছে 'রোশনাই'। দশম স্থানে রয়েছে স্টার জলসার 'বঁধুয়া'। প্রাপ্ত নম্বর‌ ৪.৯।

দুই চ্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছিয়ে পড়ছে একের পর এক ধারাবাহিক। তাই হঠাৎই বন্ধের মুখেও পড়তে হচ্ছে। অন্যদিকে নতুন ধারাবাহিক শুরুর খবরও আসছে। জি বাংলায় শুরু হচ্ছে 'মালা বদল'। আর স্টার জলসায় আসতে চলেছে 'তেঁতুল পাতা'। এছাড়াও আরও দুটি ধারাবাহিক শুরু হতে চলেছে দুই চ্যানেলেই।