আজকাল ওয়েবডেস্ক: বিহারে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনা এবার গড়াল সুপ্রিম কোর্টে। বিহার সরকারকে এবিষয়ে সর্বোচ্চ পর্যায়ের অডিট করে তার রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। কেন এত দুর্বল সেতুগুলিকে মেরামত করা হয়নি, তা নিয়ে আদালতে উঠল প্রশ্ন। আইনজীবী ব্রজেশ সিং শীর্ষ আদালতে এবিষয়ে একটি পিটিশন দাখিল করেন। একের পর এক সেতু যেভাবে ভেঙে পড়ছে তাতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। এমনকী নির্মীয়মান সেতুগুলি ভেঙে পড়ার অর্থ হল সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এদিন আদালতে তিনি বলেন, ম্যান মেড এই সমস্ত বিপর্যয় থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। পাশাপাশি পুরনো সেতুগুলির সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে সেগুলি চরম অবহেলার শিকার হয়েছে। এর ফল ভোগ করছে আমজনতা। যে সংস্থা এই সেতুগুলি তৈরি করেছে তাকে অবশ্যই এর দায় নিতে হবে। বিহারের মত বন্যাপ্রবণ রাজ্যে বারে বারে এই ঘটনা অশনি সঙ্কেত।