আজকাল ওয়েবডেস্ক : অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ। এমনকি বোনের পশুরাও এর শিকার। কাজীরঙ্গা জঙ্গলে ১১ টি পশু জলে ডুবে মারা গিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ হরিণ। পাশাপাশি ৬৫ টি পশুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া পশুগুলিকে সাবধানে রাখা হয়েছে। তাদের উপযুক্ত খাবার এবং জল দেওয়া হয়েছে। গোটা বিষয়টি দেখভাল করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনও প্রাণী যেন মারা না যায় সেদিকে নজর রাখা হয়েছে। চারিদিকে জল দেখে পশুরা যাতে কোনও কোনও মানুষের ওপর হামলা না করে সেটাও দেখা হচ্ছে।
