সংবাদসংস্থা মুম্বই: মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'কল্কি ২৮৯৮ এডি'। ইতিমধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে ছবিতে ভিএফএক্সের কারিকুরি। 'কল্কি'তে অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোনের অভিনয়ের সুখ্যাতি শোনা গিয়েছে সমালোচক মহলে। তবে এ ছাড়াও নজর কেড়েছে এ ছবিতে অতিথি শিল্পী হিসাবে থাকা কয়েকজন দক্ষিণী ও বলি-তারকা। এঁদেরই মধ্যে একজন বিজয় দেবারাকোণ্ডা। 'কল্কি' ছবিতে মহাভারতের 'অর্জুন' চরিত্রে দর্শকের সামনে ধরা দিয়েছেন বিজয়। তাঁকে নিয়ে দারুণ হইচই শুরু হলেও প্রশ্ন উঠেছে এতবড় ছবি তারকা হয়ে এরকম একটি ছোট্ট চরিত্রে কেন অভিনয় করলেন বিজয়? এর পিছনে কি রয়েছে শুধুই মোটা টাকার পারিশ্রমিক?
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন 'অর্জুন রেড্ডি' স্বয়ং।‌ বিজয় বললেন, "অর্থের জন্য নয়। প্রভাস ও পরিচালক নাগ অশ্বিনের সঙ্গে বন্ধুত্বের সৌজ্যনেই এই ছবিতে অতিথি শিল্পী হিসাবে হাজির হয়েছি। প্রভাস এবং নাগ দু'জনের সঙ্গেই আমার দারুণ সম্পর্ক। তাই ওঁদের অনুরোধ ফেলতে পারিনি!"

'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে 'অর্জুন'রূপী বিজয়ের পাশাপাশি 'কর্ণ'-এর ভূমিকায় দেখা গিয়েছে প্রভাসকে। কুরুক্ষেত্রে তাঁদের দ্বৈরথের ঝলকও উঠে এসেছে এই ছবিতে। সেই নিয়েও উত্তেজনা ছড়িয়েছে বিজয় ও প্রভাসের ভক্তদের মধ্যে। এই প্রসঙ্গে বিজয়ের বক্তব্য, "ছবিতে প্রভাস বনাম বিজয়, ব্যাপারটি কিন্তু মোটেও এরকম নয়। আমরা স্রেফ দুই প্রতিদ্বন্দ্বী হিসাবে অভিনয় করেছি। বাস্তবে প্রভাসের সঙ্গে আমার দারুণ বন্ধুত্ব"।