আজকাল ওয়েবডেস্ক : শনিবার রাতেই বিশ্বকাপ জিতেছে শর্মা ব্রিগেড। গোটা দেশ জুড়ে চলছে উৎসবের আমেজ। তার মধ্যে অবাক করা টুইট করল উত্তর প্রদেশ পুলিশ। সেখানে তাঁরা লিখেছে, দক্ষিণ আফ্রিকার হৃদয় ভঙ্গে দোষী সাবস্ত ভারতের বোলাররা। এরপরই তাঁরা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে। ফাইনালে ১৭৭ রান তাড়া করতে গিয়ে একসময় ক্লাসেন এবং মিলার যখন ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়, ঠিক তখনই আঘাত করে ভারতের বোলাররা। ক্লাসেনকে ফেরায় হার্দিক। বুমরাহ, হার্দিক এবং আরশদ্বীপের বলের দাপটে ম্যাচ যেতে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যে অসাধারণ ক্যাচটি নেন সেটিও ইতিহাস হয়ে থাকবে।
