আজকাল ওয়েবডেস্ক: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং। দীপাবলিতে তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরিওয়াল। মণীশ সিসোদিয়ার স্ত্রী এবং পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বর্তমানে অসুস্থ মণীশ জায়া। স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তাঁকে জেল থেকে গতকাল বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। সময় দেওয়া হয়েছিল সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্দেশ দেওয়া হয়েছিল, এই ৬ ঘণ্টায় তিনি কোনওরকম দলীয় কর্মসূচি করতে পারবেন না, কথা বলতে পারবেন না সংবাদ মাধ্যমেও। সিসোদিয়ার জেলে ফিরে যাওয়ার আগের মুহূর্তের ছবি দীপাবলির সকালেই শেয়ার করেছিলেন কেজরিয়াল। বিষয়টি দুঃখের বলেও জানিয়েছিলেন। দীপাবলিতে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। দিল্লিতে সঞ্জয় সিং-এর পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁর বাসভবনে গিয়ে। সেকথা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, "পরিস্থিতি, সময় যতই কঠিন হোক না কেন, আমরা সকল পরিবার একত্রিত, একসঙ্গে। আমরা সবাই সত্যের লড়াই লড়ছি। সবশেষে জয় সত্যেরই হয়।"
