সংবাদসংস্থা মুম্বই: শিল্পপতি মুকেশ আম্বানির কন্যা ঈশা সম্প্রতি আইভিএফ-এর মাধ্যমে তাঁর গর্ভধারণের সফরের কথা জানিয়েছেন। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে আইভিএফ বেছে নিয়েছিলেন। ঠিক যেমনটি তাঁর মা নীতা আম্বানি করেছিলেন। 
ঈশার কথায়, " আমার যমজ সন্তান আইভিএফ-এর মাধ্যমে হয়েছে। বিষয়টা স্বাভাবিক। এর জন্য কারও বিচ্ছিন্ন বা লজ্জিত বোধ করা উচিত নয়। এটি একটি কঠিন প্রক্রিয়া। এই পদ্ধতি আপনাকে শারীরিকভাবে ক্লান্ত করে দিতে পারে।''
২০১৮ সালে আনন্দ পিরামলের সঙ্গে বিয়ে হয় ঈশার। কয়েক বছরের মধ্যেই যমজ সন্তান হয় তাঁদের। আইভিএফ নিয়ে সমাজে ট্যাবু রয়েছে। যদিও শিল্পপতির স্ত্রী নীতা আম্বানিও এই পদ্ধতিতেই মা হয়েছিলেন। আইভিএফ পদ্ধতিতে মা হওয়া নিয়ে ঈশা বলেন, ''বিশ্বে যদি আধুনিক প্রযুক্তি থাকে, তবে সন্তানধারণের জন্য কেন তা ব্যবহার করবেন না? এটি এমন কিছু নয়, যা আপনাকে লুকিয়ে রাখতে হবে। এটা নিয়ে কথা বলা দরকার।''
ইনভিট্রো ফার্টিলাইজেশনকেই সংক্ষেপে আইভিএফ বলা হয়। এর কতগুলি ধাপ রয়েছে। ওভারিয়ান স্টিমুলেশন, এগ রিট্রিভয়াল, স্পার্ম কালেকশন, ফার্টিলাইজেশন, এমব্রায়ো ট্রান্সফার ও প্রেগন্যান্সি টেস্ট। বলিউডে অনেক নায়িকাই এই পদ্ধতিতে মা হয়েছেন। এর আগে অনেকে এই নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ঈশা।