সংবাদসংস্থা মুম্বই : কিছুদিন আগেই বড়পর্দায় আবার মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ছবি 'রকস্টার'। পুনরায় মুক্তি পেয়েও 'হাউস ফুল' তকমা পেয়েছে ছবিটি। সম্প্রতি পুনরায় মুক্তি পেয়েছে ফারহান আখতার পরিচালিত 'লক্ষ্য' ছবিটিও। দর্শকের থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে। ধর্মা প্রোডাকশনের কোনও ছবি পুনরায় মুক্তি পাবে কিনা, এই প্রসঙ্গে করণ জোহর মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, 'রকস্টার' যখন পুনরায় মুক্তি পায়, তখন তিনি খুব খুশি হয়েছিলেন। দর্শকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসার ফলে তাঁর মনে হয়েছিল, একটা ছবি ঘিরে দর্শকের কতটা ভালবাসা থাকলে আবার সিনেমা হলে গিয়ে তাঁরা ছবিটি দেখছেন। 

করণের কথায়, "আমি সত্যি ভাবিনি কোনও ছবি আবার মুক্তি পেলেও দর্শকের থেকে এত ভাল প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে। 'কভি খুশি কভি গম' ছবির ২৩ বছর পূর্ণ হল ২০২৪-এ। ছবির ২৫ বছর পূর্ণ হলে এটি পুনরায় মুক্তির জন্য পরিকল্পনা করব। আমি জানি, আজও ছবিটি যতবার টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়, ততবার দেখেন দর্শক। আমি নিজে কখনও আমার ছবি একবারের বেশি দেখি না। ২৩ বছর ধরে আমিও দেখিনি ছবিটা। এখন আমার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ছবির টুকরো দৃশ্য আসে। তখন আমারও আবার ছবিটি দেখতে ইচ্ছে করে। তাই 'কভি খুশি কভি গম'-এর ২৫ বছর পূর্ণ হলে আবার মুক্তির কথা পরিকল্পনা করব।"

প্রসঙ্গত, ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত 'ব্যাড নিউজ'-এর সহ-প্রযোজনা করছেন করণ। আগামী ১৯ জুলাই মুক্তি পেতে চলেছে ছবিটি।