আজকাল ওয়েবডেস্ক: ফিশফ্রাই, এগরোলের সঙ্গে টমেটো কেচাপ খেয়েছেন তো অনেক। জানেন এই টমেটো কেচাপ দিয়ে আর কী কী করতে পারেন আপনারা?
 রান্নাঘরে এরকম অনেক জিনিস থাকে যার ব্যবহার বহুমুখী। এবং তার অধিকাংশই আমাদের অজানা। এরকম অনেক মশলা আছে যেগুলো রান্না ছাড়াও আরও অনেক কাজে লাগে। সেরকমই একটি উপাদান হল টমেটো কেচাপ। জানুন এর অন্যান্য ব্যবহার-
 
১. টমেটো কেচাপ অ্যাসিডিক, এটি আপনার ময়লা হয়ে যাওয়া বাসনের জন্য একটি দুর্দান্ত এজেন্ট । বাসনের জেদি দাগ তুলতে আপনি এটি ব্যবহার করতে পারেন। কয়েক ফোঁটা কেচাপ দিয়ে ভাল করে স্ক্রাব করুন। এক চিমটি নুন ব্যবহার করতে পারেন।
২. রান্না কিংবা খাওয়ার পরে আপনার হাতে রসুন বা মাছের গন্ধে আপনি বিরক্ত? ব্যবহার করুন টমেটো কেচাপ। এর অ্যাসিডিক বৈশিষ্ট্যগুলি ব্যাকটেরিয়া দূর করবে। এবং দুর্গন্ধও থাকবে না।
৩. বাড়িতে লোহা বা রট আয়রনের কোনও পাত্রে যদি মরচে ধরে কার্যকরী হতে পারে টমেটো কেচাপ। প্রথমে মরচে ধরা জায়গায় ১৫ মিনিটের জন্য কেচাপ লাগিয়ে রাখুন। তার পরে এটি ব্রাশ দিয়ে ঘষুন।
৪. সুইমিং পুলের ক্লোরিন জলে আপনার হেয়ার কালার নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করবেন না। সাঁতারে যাওয়ার আগে চুলে লাগিয়ে নিন একটু টমেটো কেচাপ। তাহলেই হবে মুশকিল আসান।
৫. নাটকে, বা গো এজ ইউ লাইকে ক্যারেক্টার প্লে করার সময় ফেক ব্লাড তৈরি করতেও আপনি টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন।