আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার গায়ানায় হাই-ভোল্টেজ সেমিফাইনালে প্রথমে ব্যাট করবে ভারত। টসে জিতে রোহিতদের ব্যাট করতে পাঠান জস বাটলার। তবে তাতে কোনও আক্ষেপ নেই ভারত অধিনায়কের। জানিয়ে দিলেন, তাঁরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। রোহিত বলেন, 'আমরা প্রথমে ব্যাট করতেই চেয়েছিলাম। যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আবহাওয়া ভাল। আমাদের লক্ষ্য বড় রান খাড়া করা। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে পিচ মন্থর হয়ে যাবে। আমরা জানি এই টুর্নামেন্টে খেলার চ্যালেঞ্জিং। ভাল ক্রিকেট খেলার সুযোগ আমাদের সামনে। আমরা ধাপে ধাপে এগোতে চাই।' খেলা শুরুর আগে বৃষ্টি হওয়ায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতির কথা মাথায় রেখেই পরে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক। বাটলার বলেন, 'আমরা অন্যতম সেরা দলের বিরুদ্ধে নামছি। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। সম্প্রতি টি-২০ তে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। এবারও চেষ্টা করব। টপ দলের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ। তবে আমরা নিজেদের নিংড়ে দেওয়ার জন্য তৈরি।' কোনও দলেই কোনও পরিবর্তন নেই। অর্থাৎ টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন কোহলি। এদিন ভেজা মাঠের জন্য টস পিছিয়ে যায়। ভারতীয় সময় সন্ধে‌ সাড়ে সাতটার বদলে ৮.৫০ মিনিটে হয় টস।