সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনের চর্চিত জুটি অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় বর্মা। 'লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় বিজয়-তমন্নাকে। সেইসময় তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকের। সেই সিরিজের শুটিং সেট থেকেই প্রেমে পড়েন দু'জন। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি কেউই। 

মাঝেমধ্যেই মুম্বইয়ের রাজপথে, শপিং মলের বাইরে কিংবা সিনেমা হলে একসঙ্গে দেখা যায় জুটিকে। এমনকী বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্টেও পাপারাৎজ্জিদের মুখোমুখি হন তাঁরা। সম্প্রতি, বিজয়ের সঙ্গে সম্পর্কের ভীত ঠিক কেমন? এই প্রসঙ্গে মুম্বই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন তমান্না। তাঁর কথায়, "আমার আর বিজয়ের সম্পর্কের সেতু হল সিনেমা। আমরা একসঙ্গে প্রচুর সিনেমা, ওয়েব সিরিজ দেখি। শুধু দেখি না, তা নিয়ে আলোচনাও করি। যদিও আমি বিজয়ের থেকে বেশি সিনেমা দেখি। আমার মতে আমাদের সম্পর্কের দৃঢ় বন্ধনের কারণ সিনেমাই।"

প্রসঙ্গত, কিছুদিন আগে মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছিল এবার নাকি চার হাত এক হতে চলেছে এই জুটির। তমান্নার পরিবারই উদ্যোগ নিয়ে তাঁদের বিয়ের পরিকল্পনা করছেন। তবে দু'জনের ব্যাস্ততায় এখনই বিয়েতে নারাজ বিজয়-তমান্না। এর আগে বিজয় বিয়ে প্রসঙ্গে মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "সঠিক সময়ে সঠিক কাজ করা উচিত বলে আমি মনে করি। আমার মতে এখনই সঠিক সময় আসেনি। আমার আর তমান্নার সম্পর্ক যে চর্চায় থাকে তা প্রথমদিকে আমার কাছে খুব অস্বস্তিকর ছিল, এখন আমরা দু'জনেই মানিয়ে নিয়েছি।"