আজকাল ওয়েবডেস্ক : প্রবল অস্বস্তিকর পরিবেশ দিল্লিতে। এর মধ্যে আশার কথা শোনালো আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে বৃষ্টি হবে দিল্লিতে। রাজস্থানে এগিয়ে আসছে মৌসুমী বায়ু। ফলে দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় বৃষ্টি হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক ভাবে এগিয়ে এলে দিল্লিতে প্রচুর পরিমানে বৃষ্টি হবে। শুধু দিল্লি নয়, মহারাষ্ট্র, কঙ্কন, গোয়া এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, মাধ্যপ্রদেশ বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। ফলে অনেকটাই স্বস্তি মিলবে সকলের।