আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনার 'অগ্নিবীর' প্রকল্পে' নিয়োগ হবে জুলাই মাসে। উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া পুরুলিয়ার থেকে বাছাই করা যোগ্যদের নিয়োগ হবে ব্যারাকপুরের ধ্যান চন্দ স্টেডিয়ামে। অনলাইন কমন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণরাই নিয়োগ প্রক্রিয়ায় যোগদান করতে পারবে। ব্যারাকপুরে শারীরিক সক্ষমতা এবং স্বাস্থ্য পরীক্ষা হবে বাছাই করা চাকরিপ্রার্থীদের। ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে যোগ্যদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড।
ভারতীয় সেনার 'টেক নার্সিং অ্যাসিস্ট্যান্ট' এবং 'সেপই ফার্মা' বিভাগে নিয়োগ হবে জুলাইয়ের ১১-১৮ তারিখ পর্যন্ত। ওয়েবসাইটে গিয়েও যোগ্যরা ডাউনলোড করে নিতে পারে অ্যাডমিট কার্ড। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। নম্বরগুলো হল ০৩৩- ২৯৭৭০৮১৩, ০৩৩- ২৫৪৫২৯৫৮। প্রতারণা থেকে বাঁচার জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের জানানো হয়েছে, কোনও নথি যেন কাউকে না দেয়। প্রতারিত হলে ব্যারাকপুরের আর্মি রিপোর্টিং অফিস এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে সেনার তরফে।
ভারতীয় সেনার 'টেক নার্সিং অ্যাসিস্ট্যান্ট' এবং 'সেপই ফার্মা' বিভাগে নিয়োগ হবে জুলাইয়ের ১১-১৮ তারিখ পর্যন্ত। ওয়েবসাইটে গিয়েও যোগ্যরা ডাউনলোড করে নিতে পারে অ্যাডমিট কার্ড। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। নম্বরগুলো হল ০৩৩- ২৯৭৭০৮১৩, ০৩৩- ২৫৪৫২৯৫৮। প্রতারণা থেকে বাঁচার জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের জানানো হয়েছে, কোনও নথি যেন কাউকে না দেয়। প্রতারিত হলে ব্যারাকপুরের আর্মি রিপোর্টিং অফিস এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে সেনার তরফে।
