বীরেন ভট্টাচার্য, দিল্লি: অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচন বুধবার। তার ঠিক দেড় ঘণ্টা আগে, সকাল সাড়ে ৯টায় স্পিকার নিয়ে সিদ্ধান্ত জানাবে তৃণমূল। স্পিকার নির্বাচনের আবহে কংগ্রেসের তড়িঘড়ি সিদ্ধান্তে সকালেই ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। বিকেলে রাহুল গান্ধীর সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এরপর রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বৈঠকে যোগ দেন ইন্ডিয়া জোটের নেতারা। যেখানে তৃণমূলের তরফে যোগ দিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি, ডেরেক ও'ব্রায়েন। কোনও আলোচনা ছাড়া কংগ্রেসের তরফে হঠাৎ স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে বৈঠকেও ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সাংসদরা। বৈঠকে স্পিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তাঁরা। শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর বুধবার সকাল সাড়ে ৯টায় সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে তৃণমূল।
