আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ুর প্রবেশ এখনও ঘটেনি। বর্ষা ঢুকলেও কোনও জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মেলেনি। মেঘলা আকাশে গুমোট গরম আরও বেড়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঢুকতে পারে মৌসুমী বায়ু। সোমবার বিকেলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল-বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া। বৃহস্পতিবার পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
অন্যদিকে সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঢুকতে পারে মৌসুমী বায়ু। সোমবার বিকেলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল-বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া। বৃহস্পতিবার পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
অন্যদিকে সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
