আজকাল ওয়েবডেস্ক: রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ উল্টে গেল বাস। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। বাসটি জৌনপুর থেকে দিল্লির দিকে যাচ্ছিল। আচমকা গাড়ির চালক ঘুমিয়ে পড়েন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে একটি খালে।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয়রা। বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরাই। বর্তমানে ৪০ জন যাত্রীই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। বাসটি জৌনপুর থেকে দিল্লির দিকে যাচ্ছিল। আচমকা গাড়ির চালক ঘুমিয়ে পড়েন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পড়ে একটি খালে।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয়রা। বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরাই। বর্তমানে ৪০ জন যাত্রীই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
