আজকাল ওয়েবডেস্ক: পরপর সাফল্য। পুষপকের নিরাপদে অবতরণের পর এক কথায় হ্যাট্রিক ইসরোর। দিনকয়েক আগেই জানা গিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা পুষ্পক, পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল এর তৃতীয় অবতরণের প্রস্তুতি নিচ্ছে। পুনঃব্যবহার যোগ্য অর্থাৎ, একবার মহাকাশে পাঠানোর পরেই শেষ নয় এর অস্তিত্ব, ফেরত এনে ফের পাঠানো যাবে। একে বলা হয় রিইউজেবল লঞ্চ ভেহিকল। শেষ মুহূর্তের প্রস্তুতির কথাও জানা গিয়েছিলেন। আরএলভি এলইএক্স-০৩ মিশন কর্ণাটকের অ্যারোনটিকাল টেস্ট রেঞ্জ থেকে পরিচালনা করা হচ্ছিল। রবিবার, ২৩ জুন তৃতীয়বার সফল অবতরণ করল পুষ্পক। পুষ্পকের এই সাফল্য মহাকাশযান গবেষণা এবং ব্যবহারে এক বড় দিক খুলে গেল বলেই মত ওয়াকিবহাল মহলের। এর মাধ্যমে যেমন তুলনামূলক সস্তায় মহাকাশ অভিযানের দিকটিতে আলোকপাত হচ্ছে তেমন মহাকাশের দূষণ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করছে। ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে ৪.৫ কিমি উচ্চতায় ছেড়ে দেওয়া হয়েছিল পুষ্পককে। তাকে ফের অবতরণক্ষেত্রে সফল ভাবে ফিরিয়ে আনা হয়েছে।
Pushpak: নিরাপদে অবতরণ পুষ্পকের
আজকাল ওয়েবডেস্ক: পরপর সাফল্য। পুষপকের নিরাপদে অবতরণের পর এক কথায় হ্যাট্রিক ইসরোর। দিনকয়েক আগেই জানা গিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা পুষ্পক, পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল এর তৃতীয় অবতরণের প্রস্তুতি নিচ্ছে। পুনঃব্যবহার যোগ্য অর্থাৎ, একবার মহাকাশে পাঠানোর পরেই শেষ নয় এর অস্তিত্ব, ফেরত এনে ফের পাঠানো যাবে। একে বলা হয় রিইউজেবল লঞ্চ ভেহিকল। শেষ মুহূর্তের প্রস্তুতির কথাও জানা গিয়েছিলেন। আরএলভি এলইএক্স-০৩ মিশন কর্ণাটকের অ্যারোনটিকাল টেস্ট রেঞ্জ থেকে পরিচালনা করা হচ্ছিল। রবিবার, ২৩ জুন তৃতীয়বার সফল অবতরণ করল পুষ্পক। পুষ্পকের এই সাফল্য মহাকাশযান গবেষণা এবং ব্যবহারে এক বড় দিক খুলে গেল বলেই মত ওয়াকিবহাল মহলের। এর মাধ্যমে যেমন তুলনামূলক সস্তায় মহাকাশ অভিযানের দিকটিতে আলোকপাত হচ্ছে তেমন মহাকাশের দূষণ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করছে। ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে ৪.৫ কিমি উচ্চতায় ছেড়ে দেওয়া হয়েছিল পুষ্পককে। তাকে ফের অবতরণক্ষেত্রে সফল ভাবে ফিরিয়ে আনা হয়েছে।
