নিজস্ব সংবাদদাতা: সান বাংলার 'দ্বিতীয় বসন্ত' এক অন্যরকম গল্প উপহার দিচ্ছে দর্শককে। ইতিমধ্যেই দুই ছেলেমেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছে 'অনিরুদ্ধ' আর 'জাগৃতি'। একটু একটু করে জমে উঠেছে তাঁদের সম্পর্কের রসায়ন। এর মধ্যেই আবার বিপদ।
গল্পে দেখানো হবে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে 'অনিরুদ্ধ'কে মেরে ফেলার চক্রান্ত করা হয়। কিন্তু পরিকল্পনা পুরো ভেস্তে যায়। ওই বিষমাখানো খাবার খেয়ে ফেলে ছোট্ট 'মিহি'। 'অনিরুদ্ধ' আর 'জাগৃতি' দুজনেই 'মিহি'কে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তাররা বলেন মিহির প্রাণ সংশয়ের আশঙ্কা আছে।
এদিকে 'জাগৃতি' মরিয়া হয়ে যায় মেয়েকে বাঁচাতে। এ যেন 'জাগৃতি'র মাতৃত্বের অগ্নিপরীক্ষা। আর কোনও উপায় না দেখে স্বয়ং মহাদেবের কাছে নিজের মেয়ের প্রাণভিক্ষা চায় সে। দণ্ডী কাটে মেয়ের প্রাণ বাঁচাতে। মাতৃত্বের অগ্নিপরীক্ষায় 'জাগৃতি' কি পারবে সফল হতে? 'মিহি'কে কি বাঁচিয়ে তুলতে পারবে সে? জানতে হলে দেখতে হবে 'দ্বিতীয় বসন্ত'-এর টানটান উত্তেজনাপূর্ণ আগামী পর্ব।
