আজকাল ওয়েবডেস্ক: দলবদলের বাজারে চমক দিল মোহনবাগান। ইস্টবেঙ্গল নয়, মোহনবাগানে আপুইয়া। পাঁচ বছরের চুক্তিতে সবুজ মেরুনে লালেংমাউয়িয়া রালতে। এবার দলবদলের বাজারে সবচেয়ে চর্চিত নাম আপুইয়া। মুম্বই সিটির মিডফিল্ডারকে পেতে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল। একটা সময় শোনা গিয়েছিল লাল হলুদ জার্সিতে নামা প্রায় নিশ্চিত জাতীয় দলের ফুটবলারের। কিন্তু শেষ মিনিটে বাজিমাত মোহনবাগানের। ট্রান্সফার ফি সমেত বড় অঙ্কেই আপুইয়াকে সই করাচ্ছে বাগান। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তাঁর সবুজ মেরুন জার্সিতে খেলা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগের দিনই ডেভিডকে সই করিয়ে চমক দেয় ইস্টবেঙ্গল। এদিন তার পাল্টা দিল মোহনবাগান। যার ফলে জমে উঠেছে দলবদলের বাজার। আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপার পাশাপাশি আপুইয়াকে সই করিয়ে মাঝমাঠের শক্তি বাড়িয়ে নিল বাগান।
