আজকাল ওয়েবডেস্ক: সোমবার বিকেলেই দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ার উদ্দেশে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়েই সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। আজকেই দুর্ঘটনাস্থলে তিনি যাবেন বলে জানা গিয়েছিল। সূত্রের খবর, বিকেল সাড়ে ৪টে নাগাদ বিশেষ বিমানে রওনা দিচ্ছেন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকেও ঘটনাস্থলে থাকার নির্দেশ দিয়েছেন মমতা।
আজ ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, 'দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত তথ্য এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।'
মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। রেল সূত্রে খবর, দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন যাত্রী ও ৩ জন রেলকর্মী। আহত ৪১ জন। ইতিমধ্যেই দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আজ ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, 'দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত তথ্য এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।'
মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। রেল সূত্রে খবর, দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন যাত্রী ও ৩ জন রেলকর্মী। আহত ৪১ জন। ইতিমধ্যেই দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
