নিজস্ব সংবাদদাতা: শেষের পর্দা নেমে আসছে একের পর এক ধারাবাহিকের উপরে। ৭ মাসের মধ্যেই এবার বন্ধের মুখে জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিক। শোনা যাচ্ছে, এই সপ্তাহের মধ্যেই শুটিং সারা হবে শেষ পর্বের।
বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার একাধিক ধারাবাহিক। আড়াই মাসের মধ্যেই বন্ধ হচ্ছে 'অষ্টমী', এবার ছ'মাস যেতে না যেতেই শেষ হয়ে যাচ্ছে 'আলোর কোলে'। ইতিমধ্যেই 'যোগমায়া' শেষ হওয়ার খবর শোনা গেলেও চ্যানেল অথবা প্রযোজনা সংস্থার তরফ থেকে সেই খবরে সিলমোহর পড়েনি। 'আলোর কোলে' ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে আলো ফিরে এসেছে নতুন রূপে। শুধু তাই নয়, রাধার জীবনেও এসেছে তার ছোটবেলার বন্ধু। ঋষি, যে চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু। রাধার প্রতি তার ছোটবেলার ভালোবাসা ব্যক্ত করতেই রাধা জানিয়েছে তার একমাত্র ভালোবাসার মানুষ আদিত্য। এমনকি আদিত্যর মনেও ধীরে ধীরে জায়গা করে নিয়েছে রাধা। তবে গল্পে এই নতুন মোচড় আসতেই হঠাৎ করে পাওয়া গেল ধারাবাহিকের শেষ হওয়ার খবর। এন আইডিআস ক্রিয়েশনস প্রযোজিত এই ধারাবাহিকের লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ধারাবাহিক নিয়ে প্রথম থেকে প্রত্যাশা বেশি থাকলেও কোনোদিনই টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা করে নিতে পারেনি। প্রশ্ন উঠেছে, টিআরপির জন্যই কি তাই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক? শুরুর কয়েক মাসের মধ্যেই একটি ধারাবাহিক বন্ধ হওয়া মানে একাধিক শিল্পী ও কলাকুশলীদের মধ্যে ফের নতুন কাজের অপেক্ষা, অনিশ্চয়তা। যা ধীরে ধীরে ক্রমশই বেড়ে চলেছে টলিপাড়ায়।
বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার একাধিক ধারাবাহিক। আড়াই মাসের মধ্যেই বন্ধ হচ্ছে 'অষ্টমী', এবার ছ'মাস যেতে না যেতেই শেষ হয়ে যাচ্ছে 'আলোর কোলে'। ইতিমধ্যেই 'যোগমায়া' শেষ হওয়ার খবর শোনা গেলেও চ্যানেল অথবা প্রযোজনা সংস্থার তরফ থেকে সেই খবরে সিলমোহর পড়েনি। 'আলোর কোলে' ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে আলো ফিরে এসেছে নতুন রূপে। শুধু তাই নয়, রাধার জীবনেও এসেছে তার ছোটবেলার বন্ধু। ঋষি, যে চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু। রাধার প্রতি তার ছোটবেলার ভালোবাসা ব্যক্ত করতেই রাধা জানিয়েছে তার একমাত্র ভালোবাসার মানুষ আদিত্য। এমনকি আদিত্যর মনেও ধীরে ধীরে জায়গা করে নিয়েছে রাধা। তবে গল্পে এই নতুন মোচড় আসতেই হঠাৎ করে পাওয়া গেল ধারাবাহিকের শেষ হওয়ার খবর। এন আইডিআস ক্রিয়েশনস প্রযোজিত এই ধারাবাহিকের লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ধারাবাহিক নিয়ে প্রথম থেকে প্রত্যাশা বেশি থাকলেও কোনোদিনই টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা করে নিতে পারেনি। প্রশ্ন উঠেছে, টিআরপির জন্যই কি তাই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক? শুরুর কয়েক মাসের মধ্যেই একটি ধারাবাহিক বন্ধ হওয়া মানে একাধিক শিল্পী ও কলাকুশলীদের মধ্যে ফের নতুন কাজের অপেক্ষা, অনিশ্চয়তা। যা ধীরে ধীরে ক্রমশই বেড়ে চলেছে টলিপাড়ায়।
