শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Govir joler mach 2: জটিলতা আর কুটিলতার গভীরে ডুব!

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জুন ২০২৪ ১২ : ৪১Snigdha Dey



নিজস্ব সংবাদদাতা: কতটা দাগ কাটল ‘গভীর জলের মাছ ২’? সিরিজ দেখে লিখলেন পরমা দাশগুপ্ত।

ছিল রুমাল।
হয়ে গেল বেড়াল।
এবার তালব্য শ’টাই যা বাকি!

প্রথম সিজনে হইচই ফেলার পর ‘গভীর জলের মাছ’ দ্বিতীয় সিজনে এসে ঠিক এভাবেই জট পাকিয়ে ফেলল গোটা গল্পটাকে।
সাহানা দত্তের কাহিনি এবং সুমন দাসের পরিচালনায় হইচইয়ের এই সিরিজের প্রথম সিজন দেখেছিল চার বান্ধবীর গল্প। চন্দ্রিমা (অনন্যা সেন), দিতি (তৃণা সাহা), আরাত্রিকা (স্বস্তিকা দত্ত) এবং বিশাখা (ঊষসী রায়)। চন্দ্রিমার দেওয়া চ্যালেঞ্জে বরদের চরিত্রের পরীক্ষার খেলায় নেমে নিজেরাই পরকীয়ায় জড়িয়ে গিয়েছিল বাকি তিন জন। এবং সেই খেলার হাত ধরে তাদের মিথ্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে দিয়েছিল চন্দ্রিমা এবং তার সহচর এক রেস্তোরাঁ ওয়েটার সুরেশের (অর্পণ ঘোষাল) রহস্যমৃত্যু। যে ঘটনাক্রম গল্পের প্রতিটা চরিত্রকেই সন্দেহভাজন করে তুলতে কসুর করেনি!
দ্বিতীয় সিজনে এসে জানা গেল, বৌদের আগে থেকেই খেলায় নেমেছিল তাদের বরেরা। তীর্থ (যুধাজিৎ সরকার), সুমিত (প্রান্তিক ব্যানার্জি), অনির্বাণ (রাজদীপ গুপ্ত) এবং ধ্রুব (সৌম্য ব্যানার্জি)। তারাই বরং নেমেছিল বৌদের সততার পরীক্ষায়। আর মিথ্যের শুরুটাও তাদের হাত ধরেই। শুধু তা-ই নয়। এবারের জটপাকানো মিথ্যের দৌলতে একই কায়দায় প্রাণও গেল আরও।
দ্বিতীয় সিজনের আগেই সিরিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণা। এবারের গল্পের শুরুতেই তাই স্পষ্ট, ইতিমধ্যেই চন্দ্রিমার মতোই পরিণতি হয়েছে দিতিরও। এবং তার পরেই উলটপুরাণের শুরু। বরদের পরীক্ষা নেওয়ার যে খেলা, তার শুরুটা যে আসলে বরদেরই খেলায়। যে খেলায় বাকিদের পুতুলের মতো নাচায় তীর্থ।
অতএব আরও মিথ্যে। আরও রহস্য। এবং আরও নতুন নতুন চরিত্রদের আগমন। যেমন বৃন্দা (তিতিক্ষা দাস) কিংবা সমকামী সুরেশের স্ত্রী-সন্তান! অফিস কলিগ এই বৃন্দার সঙ্গে তীর্থর জড়িয়ে পড়ার ক্ষোভ এবং তা নিয়ে প্রাণের বন্ধুদের করা অপমানের জ্বালাই প্রথম সিজনে চন্দ্রিমাকে ঠেলে দিয়েছিল তাদের চ্যালেঞ্জ ছুড়তে। এবারের সিজনে বৃন্দা নিজেই হাজির মূর্তিমতী জট হয়ে। যার কথায় আরও বেশি করে ঘনীভূত হল রহস্য, বাড়ল সন্দেহও।

আগের সিজনে চার বান্ধবীর খেলার কাহিনি তবু খানিক কৌতূহল তৈরি করেছিল। দ্বিতীয় সিজনে তার নেপথ্যে তাদের বরদের খেলার প্লট ঢুকে পড়তেই কেমন যেন ক্লান্তিকর ঠেকল সবটা। স্রেফ ইগোর তাড়নায় তিন জোড়া দম্পতির প্রত্যেকেই যদি এমন আগুন নিয়ে খেলতে রাজি হয়ে যায়, এবং নিমেষে নতুন প্রেমে জড়ায়, সে সম্পর্ক তো ঠুনকোই! তার আর নতুন করে পরীক্ষা লাগে নাকি! গোটা দুটো সিজন জুড়ে ‘লেটস প্লে আ গেম’ সংলাপটাও তাই বড্ড বোরিং হয়ে দাঁড়ায়!
এবং মিথ্যে! সম্পর্কে কে কত সৎ, তা নয়, বরং সিরিজ জুড়ে কে কত মিথ্যে বলতে পারে, সেটাই বোধহয় আসল চ্যালেঞ্জ। সাধে কি পুলিশ অফিসার ম্যাচ দ্য ফলোয়িং-এর উপমা টানেন! কোনও এক জনকেও যদি বিশ্বাস করা না যায়, তবে এত জটিল এবং কুটিল চরিত্রদের গল্পে আগ্রহ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। ঠিক সেটাই হয়ে উঠেছে ‘গভীর জলের মাছ ২’। একের পর এক খুনে রহস্য বোনার চেষ্টাও তাই বড্ড ক্লান্তি আনে। আর ততটাই হতাশ করে এই সিজনেও রহস্যের যবনিকা পতন না হওয়া।
অনন্যা ভাল অভিনেত্রী। এই সিজনেও তার প্রমাণ রেখেছেন। ঊষসী, স্বস্তিকাও দাগ কাটার চেষ্টা করেছেন নিজের মতো করে। তবে লাস্যময়ী হয়ে ওঠার দায়ে কোথাও কোথাও খানিক চড়া লাগে তাঁদের অভিনয় আর ম্যানারিজম। তাদের বরদের বরং বিশ্বাসযোগ্য করে গড়েছেন সৌম্য, রাজদীপ, প্রান্তিক বা যুধাজিৎ। ওয়েটার সুরেশের ফ্ল্যামবয়েন্ট চরিত্রে ভালই লাগে অর্পণকে। ছোট্ট চরিত্রে নজর কাড়েন তিতিক্ষাও।তবু সবটাই মাটি করে দিল খেলার ওভারডোজ। তৃতীয় সিজনে যদি ফের নতুন খেলা বা খেলোয়াড়ের আগমন ঘটে, এবার বোধহয় দর্শকই রেফারির ভূমিকায় নেমে পড়বেন!




নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?

সোশ্যাল মিডিয়া