নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগে সমুদ্র সৈকতে একসঙ্গে সময় কাটিয়ে এসেছেন টলিউডের ব্যাচেলর কাপেল বনি-কৌশানি। তবে এই বছর প্রথমবার বিয়ের আগেই কৌশানির বাড়িতে জামাই আদর পেলেন বনি সেনগুপ্ত। তাহলে কি গোপনে বিয়ে করেছেন বনি-কৌশানি? নাকি সুখবর আসছে খুব শীঘ্রই?
কিছুদিন আগেই শোনা যায়, ভোট পর্ব মিটলেই নাকি চার হাত এক করবেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়। যদিও এই খবর ভুল বলেই জানিয়েছিলেন অভিনেতা বনি। ঘনিষ্ঠ সূত্রে খবর, ২০২৫ এ বিয়ে করছেন তাঁরা। কিন্তু বিয়ের আগেই জামাইষষ্ঠী! ব্যাপার কী? সোশ্যাল মিডিয়ায় জামাই আদর পর্বের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন বনি ও কৌশানি দুজনেই। এই বিশেষ দিনে বনির জন্য কৌশানি নিজে হাতে রান্না করলেন চিংড়ির মালাইকারী।
এছাড়াও মটন কষা, দই, মিষ্টি, পাঁচ রকমের ফলসহ অনেক কিছুই খেলেন বনি। কৌশানি মা কে হারিয়েছেন কয়েক বছর আগে, তাই এইসব নিয়ম পালন করলেন কৌশানির মাসি সঞ্চিতা চৌধুরী। সবকিছুই হল কৌশানির মায়ের ছবির সামনে। তবে প্রশ্ন একটাই,বাস্তবে সত্যিই কি জামাই হয়ে গেছেন বনি সেনগুপ্ত? ইতিমধ্যেই কি গোপনে রেজিস্ট্রি সেরে ফেলেছেন টলিউডের এই জনপ্রিয় জুটি? এর আগে অভিনেতাকে কৌশানির বাড়িতে এইভাবে জামাইষষ্ঠী পালন করতে দেখা যায়নি কখনও। নিজেদের প্রেম পর্বের কথা কখনওই লুকিয়ে রাখেননি বনি-কৌশানি, তবে কি জামাই ষষ্ঠীর ছবি পোস্ট করে বিয়ের ইঙ্গিত দিলেন তাঁরা?
