আজকাল ওয়েবডেস্ক: ফের বন্দে ভারতে পাথর ছুঁড়ে হামলা। অমৃতসর-দিল্লি বন্দে ভারত ট্রেনটি পাঞ্জাবের পাগওয়াড়ায় আসতেই ট্রেনের জালনা লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ঘটনার জেরে কেউ আহত হয়নি। তবে বন্দে ভারতের জানলাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। জানলার ধারে বসে থাকা যাত্রীরা প্রথমদিকে চমকে গেলেও পরে বিষয়টি বুঝতে পারেন। কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। যদিও কয়েকজন যাত্রীর দাবি লাইনের ধারে থাকা শিশুরা এই কাজ করেছে। বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে বেশ কয়েকবার বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে। তিনটি মামলা করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
