আজকাল ওয়েবডেস্ক: আনন্দ বদলে গেল বিষাদে। এবার মৃত্যুর কারণ হয়ে উঠল ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতো। বৃহস্পতিবার গুজরাটের সুরাটে সাইকেল চালানোর সময় গলায় সুতো জড়িয়ে মৃত্যু হলো মাত্র বছর ৮ এর এক বালকের। মৃত শিশুর নাম রেহানশ বোরসে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরাটের আনন্দ ভিলা আবাসনের ভিতরে এক বন্ধুর সঙ্গে সাইকেল চালাচ্ছিল খুদে রেহানশ। সেই সময় উড়ন্ত কোনও ঘুড়ির ধারালো সুতো তার গলায় পেঁচিয়ে যায়। সুতোর টান এতটাই জোরালো ছিল যে গলা চিরে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে সে। রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে আসেন প্রতিবেশীরা, কিন্তু ততক্ষণে সব শেষ।
তদন্তে নেমে রান্দের থানার পুলিশ জানিয়েছে, সুতোটি অত্যন্ত ধারালো ছিল। পুলিশ পরিদর্শক আর জে চৌধুরী বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, সুতোয় প্যাঁচ লেগে শিশুটির শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যত সেই আঘাতেই তার মৃত্যু হয়।"
তবে এই মৃত্যু বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একই রকম ভয়াবহ খবর উঠে আসছে। গত বুধবার সুরাটেরই একটি উড়ালপুলের ওপর সুতোয় জড়িয়ে বাইক দুর্ঘটনায় পড়েন এক দম্পতি ও তাঁদের ৭ বছরের মেয়ে। ৭০ ফুট উঁচু ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাবা ও মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। গুরুতর জখম মা আজ হাসপাতালে মারা গিয়েছেন।
অন্যদিকে, একইভাবে কর্ণাটকের বিদর জেলায় ৪৮ বছরের এক প্রৌঢ় প্রাণ হারিয়েছেন। সঞ্জুকুমার হোসামানি নামে ওই ব্যক্তি বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁর গলায় সুতো জড়িয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেয়েকে ফোন করেও শেষরক্ষা হয়নি। অ্যাম্বুল্যান্স আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। উৎসবের মরসুমে এই প্রাণঘাতী সুতো নিয়ে এখন কপালে ভাঁজ প্রশাসনের।
