নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বছর ধরে মঞ্চে জনপ্রিয়তা কুড়োনোর পর এবার বড়পর্দায় 'অথৈ'। মঞ্চের মতো ছবির ক্ষেত্রেও পরিচালনার দায়িত্ব সামলেছেন অর্ণ মুখোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই টলিপাড়ায় পরিচালক হিসাবে পথ চলা শুরু হল তাঁর। সম্প্রতি, দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল এই ছবির প্রিমিয়ার। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় সহ টলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বরা।
এই প্রথমবার মাকে নিয়ে নিজের ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। 'অথৈ'-এর অভিনেত্রী বললেন, 'মা এত ভিড়ে আসতে খুব একটা পছন্দ করেন না, তবে মঞ্চে 'অথৈ' দেখে মা খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। তাই মা এবং আরও অনেক কাছের মানুষদের নিয়েই ছবিটা দেখব'। পরিচালক-অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়ের কথায়, 'আমি আজ একইসঙ্গে নার্ভাস এবং উত্তেজিত। আশা করি, মঞ্চে দর্শকেরা যেমন 'অথৈ'-কে ভালবেসেছেন বড়পর্দাতেও ভালোবাসবেন '।
এই ছবিতে রয়েছেন অভিনেত্রী মিমি দত্ত। তাই তাঁর হাত ধরে ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন অভিনেতা ওম সাহানি। 'অথৈ' নিয়ে দুজনেই যে খুব আশাবাদী, তা অবশ্য জানাতে ভুললেন না তাঁরা। প্রসঙ্গত, এই ছবিতে অভিনয় করার পাশাপাশি সৃষ্টিশীল পরিচালনার দায়িত্ব সামলেছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রিমিয়ারে ছোটাছুটির মাঝেই তিনি বললেন, "এত দিন অনেক কিছু বলেছি। এবার ছবিটা দর্শকদের দেখতে হবে"। নতুন পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের এই ছবির প্রিমিয়ারে এসেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছিলেন সস্ত্রীক পরমব্রত চট্টোপাধ্যায়ও। দেখা গেল গৌরব ও ঋদ্ধিমাকেও।
প্রসঙ্গত, উইলিয়াম শেক্সপীয়র রচিত নাটক 'ওথেলো' উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। 'অথৈ'-এ অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য,সোহিনী সরকার, অর্ণ মুখোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে অর্পণ ঘোষাল, দিতিপ্রিয়া রায়, মিমি দত্ত সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
