আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ১০ দিন বাকি। তারপরই আন্তর্জাতিক যোগ দিবস। মঙ্গলবার যোগ দিবসের আগে দেশবাসীকে যোগ দিবসের বার্তা দিলেন। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। দেশবাসী যেন যোগের মাহাত্ম্য বুঝতে পারেন। শরীরকে সুস্থ রাখতে হলে যোগের বিকল্প নেই। বিভিন্ন যোগাসন ভিডিও দেখে সকলকে যোগ দিবসে অংশগ্রহণ করার আহ্বান করেন। প্রধানমন্ত্রী আরও লেখেন, ভোগলিক সীমানার বাইরে গিয়ে যোগাসন সকলকে যুক্ত করেছে। তাই সকলেই যেন যোগ দিবসে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম যোগ দিবস। বিগতবারের মত এবারেও যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।