গুলিবর্ষণ, প্রাণনাশের হুমকিকে পাত্তাই দিলেন না! নতুন বছরে দুবাইয়ের মাটিতে কী করলেন কপিল শর্মা?
নিজস্ব সংবাদদাতা
২ জানুয়ারি ২০২৬ ১৯ : ১৮
শেয়ার করুন
1
5
গত বছর কমেডিয়ান, অভিনেতা কপিল শর্মার কানাডার ক্যাফেতে দু'দফায় গুলি চলেছিল। সেই বছর একের পর এক হুমকির মুখেও পড়েছিলেন কপিল। শুধু তাই-ই নয়, প্রাণনাশের হুমকিও পেয়েছিলেন তিনি। তবে নতুন বছরে মনে জোর এনেছেন কপিল। ক্যাপস ক্যাফের আরও একটি শাখা খুললেন তিনি।
2
5
তবে এবার মধ্যপ্রাচ্যের বুকেও পা রাখলেন তিনি। নতুন বছরের শুরুতেই দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তাঁর নিজস্ব ক্যাফে— 'ক্যাপস ক্যাফে'। ৩১ ডিসেম্বর বিকেলে জাঁকজমকপূর্ণভাবে এই ক্যাফেটির উদ্বোধন করা হয়। কানাডায় প্রথম ক্যাফে খোলার পর এটিই তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক উদ্যোগ। কপিলের এই ক্যাফেটির অন্দরমহলে পা রাখলে মনে হবে যেন সরাসরি 'দ্য কপিল শর্মা শো'-এর সেটে ঢুকে পড়েছেন। নেটফ্লিক্সের সেই জনপ্রিয় শো-এর আদলেই সাজানো হয়েছে এখানকার আসবাবপত্র ও ইন্টেরিয়র।
3
5
জানা যাচ্ছে, সাদা ও গোলাপি রঙের মিশেলে ক্যাফেটির অন্দরসজ্জা বেশ আরামদায়ক। সঙ্গে আছে সবুজের ছোঁয়া আর নজরকাড়া ঝাড়বাতি। খাবার মেনুতেও রয়েছে কপিলের নিজস্ব পছন্দের ছোঁয়া। বিলাসবহুল কোনও খাবার নয়, বরং কপিল গুরুত্ব দিয়েছেন 'কমফোর্ট ফুড' বা সাধারণ ঘরোয়া স্বাদের ওপর। পাস্তা, কফি বা ভাদাপাওয়ের পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে কপিলের বিশেষ পছন্দের 'গুড়-লেবুর শরবত', যা তাঁর ছোটবেলার স্মৃতি বিজড়িত।
4
5
উদ্বোধন উপলক্ষে কপিল নিজেই অতিথিদের কফি পরিবেশন করেন এবং সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও শেয়ার করে অনুরাগীদের আমন্ত্রণ জানান। দুবাইয়ের ভোজনরসিকদের জন্য এই ক্যাফেটি এখন নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
5
5
কানাডায় তাঁর ক্যাফেতে দু'দফায় গুলি বর্ষণের পর যে আবারও নতুন উদ্যোগ নেবেন কপিল তা অনুরাগীদের ভাবনার অতীত ছিল। কিন্তু তাঁর এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা। কমেডিয়ান, অভিনেতার এই ক্যাফেতে ইতিমধ্যেই যাঁরা গিয়েছেন তাঁরাও সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছেন।